শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
গত দেড় মাসে ১২৭ জন আক্রান্ত

গাংনীতে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গাংনীতে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

মেহেরপুরের গাংনীতে গত দেড় মাসে ১২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আর বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ২৭ জনের রক্ত পরীক্ষা করলে ১৩ জনের ডেঙ্গু এনএস-১ পজিটিভ পান চিকিৎসকরা। অন্যদিকে দুটি ক্লিনিকে আরও দুইজনের শরীরে ডেঙ্গু ধরা পড়ে। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। তবে হাসপাতালে আলাদা কোনো ডেঙ্গু ওয়ার্ড না থাকায় ঝুঁকির মধ্যে রয়েছেন অন্য রোগীরা।

জানা গেছে, আবহাওয়াজনিত কারণে সর্দি-কাশি ও জ্বর দেখা দিয়েছে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গ্রাম্য হাতুড়ে ডাক্তারদের কাছে চিকিৎসা নিচ্ছেন অনেকে। পরে অবস্থা গুরুতর হলে হাসপাতালে আসছেন। এখানে রক্ত পরীক্ষা করলেই মিলছে ডেঙ্গুর জীবাণু। গেল বছর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩৭ জন। আর চলতি বছরের গত দেড় মাসে শনাক্ত হয়েছে ১২৭ জন রোগী। এ মাসে আরও আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

শিমুলতলা গ্রামের মোবারক হোসেনের ছেলে হাফিজুল জানান, তারা ১০ জন ফেনীতে বানভাসিদের ত্রাণ দিয়ে ফিরে আসার পরপরই জ্বর দেখা দেয়। সে সময় গ্রামের ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ার পরও জ্বর কমেনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এসে রক্ত পরীক্ষা করলে ধরা পড়ে ডেঙ্গু। একই কথা জানালেন তার ভাই রাফিজুল, প্রতিবেশী লতিফ। তারা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা নিচ্ছেন। আর আব্দুল লতিফ হাসপাতালে ভর্তি না হয়ে তিনি বাড়িতে বসেই চিকিৎসা নেবেন বলে জানান।

গাংনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম জানান, গত কয়েকদিন ধরে জ্বর আসছে ছাড়ছে। প্যারাসিটামল ট্যাবলেট সেবনের পরও জ্বর না কমলে রক্ত পরীক্ষা করান। তখন ধরা পড়ে ডেঙ্গু। তিনি স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। ডেঙ্গু আক্রন্ত হয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি হয়েছেন গোপাল নগরের মদিনা (৫০), হিজলবাড়িয়ার রানা (১৭), গাংনীর রাশেদ (২৫), তনন (৩১), দুলু (৩৫), তানিয়া (২৩), মোহাম্মদ আলী (৪৫), সাহাবুল (৪০), লাবনী (৩০), আসমা (৬০) ও করিমন (৬০)।

গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রানী জানান, প্রতিদিনই হাসপাতালে সম্ভাব্য ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। গত দেড় মাসে ১২৭ জন রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ১৩ জনের ডেঙ্গু এনএস-১ পজিটিভ পাওয়া গেছে। ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা দুর্বল। আলাদা ওয়ার্ড ও লোকবল সংকটের কারণে একই ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের রাখতে হচ্ছে। তবে তাদের মশারি টাঙিয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে