বাজিতপুরে শিক্ষার্থীদের বই পড়ার উৎসব
প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরের এম জে আলী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থীর বই পড়ার উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিভিন্ন সাহিত্য বই, কবিতার বই ও বিভিন্ন পাঠ্য বই পড়ে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন মিয়া বই উৎসব উদ্বোধন করেন। ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরুল ইসলাম বলেন, '২০২০ সালে করোনাকালীন সময় এ বিদ্যালয়টি যাত্রা শুরু করে। ২০২১ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শিশু প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে। জেলা পর্যায়েও ২ বারেই সম্মানের সহিত ফলাফল লাভ করে।' বই উৎসবে কটিয়াদীর চান্দুপুরের জান্নাত ভোগ ডিপোর পরিচালক মিজানুর রহমান বলেন, বই উৎসব হলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা স্টল করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জাকির হোসেন, শাহীনুর আক্তার, জান্নাত আরা রিয়ানা প্রমুখ।