শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ঘুষ-দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই -এসপি কুতুব উদ্দিন

বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ঘুষ-দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই -এসপি কুতুব উদ্দিন

নওগাঁর পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেছেন, 'নওগাঁ শান্তিপূর্ণ একটি জেলা। এখানকার মানুষ তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত এবং তারা কোনো রকম বিশৃঙ্খলা করে না। নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁয় ঘুষ-দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই।'

বুধবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় পুলিশ সুপার আরও বলেন, 'পুলিশকে আরও আধুনিক ও জনবান্ধব পুলিশে রূপান্তর করে মানুষের সার্বিক নিরাপত্তা এবং আইনগত সহায়তা নিশ্চিত করা হবে। যারা নির্যাতনকারী, অত্যাচারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধী- তারা আমার, আপনার ও জনগণের দুশমন। সম্মিলিতভাবে আমরা তাদের রুখে দিব।'

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ফৌজিয়া হাবিব খান, আহসানুজ্জামান, নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক, জেলা ডিবি পুলিশের ইনচার্জ হাসমত আলী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে