তিন জেলায় সড়কে ঝরল ৩ প্রাণ

ফেনীতে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃতু্য

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ফেনীর ফুলগাজীতে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় মায়ের মৃতু্য হয়েছে। এছাড়াও তিন জেলার সড়কে শিক্ষার্থীসহ তিনজনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- পরশুরাম (ফেনী) প্রতিনিধি জানান, ফেনীর ফুলগাজীতে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মায়ের মৃতু্য হয়েছে। বুধবার সন্ধ্যায় ফুলগাজী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত জাহানারা আক্তার (৩৪) উপজেলার অনন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ছেলে আলিফ উদ্দিনকে (১২) নিয়ে ফুলগাজী উপজেলা সদরে ভাড়া বাসায় থাকতেন। জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে ফুলগাজী বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন তারা। সড়কে একটি দ্রম্নতগামী ট্রাক আসতে দেখে জাহানারা আক্তার ছেলেকে টেনে সড়কের এক পাশে পাঠানোর সময় নিজেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে চালককে পুলিশে সোপর্দ করেন। ফুলগাজী থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর চাপায় আদিত্য রায় (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার রাত ৮টায় পৌর শহরের বীরগঞ্জ-খানসামা সড়কের ঢেপানদী ব্রিজে এই ঘটনা ঘটে। আদিত্য রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামের প্রেমানন্দ রায়ের ছেলে এবং কল্যাণী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। স্থানীয় বাসিন্দা বিপস্নব জানান, সন্ধ্যায় বীরগঞ্জ পৌর শহরে প্রাইভেট শেষে বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল আদিত্য রায়। পথে পৌর শহরের বীরগঞ্জ-খানসামা সড়কের ঢেপানদী ব্রিজে একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় ইট বোঝাই টলি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুল ইসলাম (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত এবং অপর একজন আহত হয়েছে। বুধবার উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের এরশাদনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী সাইদুল পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের চড় সেনগ্রামের মৃত মজিবুর সর্দারের ছেলে। আহত সিদ্দিক হোসেন (৪০) ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের পরমান্দপুর গ্রামের মৃত হামেদ ফকিরের ছেলে। ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাইক্রোবাস চাড়ায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার কুড়িগ্রাম-রংপুর সড়কের নব্দীগঞ্জ নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন নিহতের বাবা। নিহত আয়শা আক্তার উপজেলার কাশিপুর ইউনিয়নের আনিছুর রহমানের মেয়ে। জানা গেছে, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে যাওয়ার উদ্দেশে বাবা আনিছুর রহমানের মোটরসাইকেল রংপুর বভাগীয় শহরের রওয়ানা দেন তারা। নব্দীগঞ্জ এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া মাইক্রোবাস তাদের মোটারসাইকেলটি চাপা দেয়। এতে আয়শা ঘটনাস্থলে নিহত হন। তার বাবা আনিছুর রহমান গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।