আড়াইহাজারে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছের্ যাব-১১। বৃহস্পতিবার উপজেলার আড়াইহাজার পৌর এলাকার একটি পুকুর থেকে উলেস্নখিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলের্ যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।
এ ছাড়া একই রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ পিস্তলের খালি ম্যাগাজিন ও একটি খালি অ্যামোনেশন বক্স উদ্ধার করা হয়।
র্
যাব জানায়, ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাঙচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে। র?্যাব-১১ এর একটি টিম পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে একটি পুকুর হতে পরিত্যক্ত অবস্থায় ৮টি পিস্তল, ৯টি পিস্তলের ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ৩৯টি রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
অপরদিকে, একই রাতে আড়াইহাজার পৌরসভার নাগেরচর এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬টি পিস্তলের খালি ম্যাগাজিন ও একটি খালি অ্যামোনেশন বক্স উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোলস্না বিষয়টি নিশ্চিত করেন।