শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ডোমারে ভেজাল কীটনাশক জব্দ, জরিমানা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ডোমারে ভেজাল কীটনাশক জব্দ, জরিমানা

নীলফামারীর ডোমারে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে রাসেল টেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা কীটনাশক মাটিতে পুঁতে ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।

বুধবার বিকালে টেনস এগ্রো লিমিটেডের টেরিটোরি এক্সিকিউটিভ অফিসার কৃষিবীদ শাকিল খানের অভিযোগের ভিত্তিতে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী হাটের সার ও কীটনাশক বিক্রেতা রাসেল টেডার্সের মালিক আবু রাসেলের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে টেনস এগ্রো লিমিটেডের নামের মোড়কে মাজরা পোকা ধ্বংসকারী কীটনাশক এইমগোলের কয়েকটি প্যাকেট জব্দ করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল সার ও কীটনাশক বিক্রেতা আবু রাসেলকে ১০ হাজার জরিমানা আদায় করা হয়। পরে কীটনাশকগুলো মাটিতে পুঁতে এবং প্যাকেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজিয়া সুলতানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে