কিশোরগ্যাং প্রতিরোধসহ বিভিন্ন দাবিতে তিন জেলায় মানববন্ধন

গাইবান্ধায় তিন সাঁওতাল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোর গ্যাং প্রতিরোধে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন করে -যাযাদি
গাইবান্ধায় তিন সাঁওতাল হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এছাড়াও কিশোরগ্যাং প্রতিরোধসহ বিভিন্ন দাবিতে তিন জেলায় মানববন্ধন করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- গাইবান্ধা প্রতিনিধি জানান, তিন সাঁওতাল হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ জড়িত সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের চৌকি আদালত এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়। সাহেবগঞ্জ-বাগর্দাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সম্পাদক রেজাউল করিম মাস্টার প্রমুখ। বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর নিরীহ সাঁওতালদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান তছনছসহ গুলিবর্ষণ করা হয়। সন্ত্রাসী হামলা, নির্যাতন ও গুলিতে শ্যামল, মঙ্গল ও রমেশ নিহত এবং অনেকেই গুরুতর আহত হয়। বর্বরোচিত হামলায় ৩ জন সাঁওতাল নিহত হয়। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি জানান তারা। স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও ভূঞাপুর প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে কিশোরগ্যাং প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার মানববন্ধন শেষে কিশোরগ্যাংয়ের অপতৎপরতা রোধে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এতে বক্তব্য রাখেন- অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদার, কিন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ভূঞাপুরের জনগণ দীর্ঘদিন ধরে কিশোরগ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। কিশোরগ্যাংয়ের সদস্যরা ছাত্রীদের ইভটিজিংসহ ছাত্রছাত্রীদের টিফিনের টাকা, নারীদের ব্যাগ ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে সরকারবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চায়না বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষার্থীরা দাবি করেন, প্রতিষ্ঠানে যাওয়ার পথে মেয়েদের অশ্লীল অঙ্গভঙ্গি ও উত্যক্ত করে বখাটেরা। প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে অশালীন ভাষা লিখে রাখে বখাটেরা। শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে শিক্ষকদের পথেঘাটে অপমান করা হয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ করা হয়। তাই শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় ঘোনা কুচিয়ামারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. খালেক ও তার স্ত্রী জ্যৈষ্ঠ প্রভাষক আজমিরা খাতুনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। বৃহস্পতিবার দুপুরে ঘোনা কুচিয়ামারা ডিগ্রি কলেজ রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অত্র ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও তার স্ত্রীর বিরুদ্ধে ছাত্রদের ওপর হামলা, অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যসহ লিখিত নানা অভিযোগ এনে পদত্যাগের দাবি জানান কলেজের শিক্ষার্থীরা।