ভেদরগঞ্জে প্রিন্সিপালের বিচার দাবিতে ক্লাস বর্জন
প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শরীয়তপুর সদর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জের শেখ ফজিলতুন্নেসা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর (গণিত) খাঁন মাসুম বিলস্নার বদলি বাতিল করে পুনর্বহাল করা ও দুর্নীতিবাজ প্রিন্সিপাল সাজ্জাদ হোসেন মৃধার বিচার চেয়ে মানববন্ধন করেছে স্কুলটির শিক্ষার্থীরা। এ সময় তাদের দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করার ঘোষণা দেয় তারা। বৃহস্পতিবার শেখ ফজিলতুন্নেসা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন মৃধার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অযোগ্যতা, অবৈধভাবে সরকারি দিবস ও আপ্যায়ন বিলের ভুয়া ভাউচার করে টাকা আত্মসাৎ এবং ছাত্রীদের কুরুচিপূর্ণ ভাষা ও নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।
তারা আরও বলেন, গত কয়েকদিন আগে প্রিন্সিপাল সাজ্জাদ স্যার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও আমাদের আন্দোলনের মুখে কর্মস্থল ত্যাগ করেন। কিন্তু তার এ রকম দুর্নীতির বিচার না করে উল্টা আমাদের গণিত ক্লাসের মাসুম স্যারকে ষড়যন্ত্র্ত্র করে বদলি করা হয়। এ বিষয় আমরা সকল শিক্ষার্থীদের স্বাক্ষরে প্রিন্সিপালের বিচার ও মাসুম স্যারকে আমাদের কলেজে বহাল রাখার জন্য একটি দরখাস্ত পাঠিয়েছি।'