শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
বরিশালে ফেনসিডিলসহ নারী আটক

মেহেরপুরে ২৫টি স্বর্ণের বারসহ দুইজন আটক

স্বদেশ ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মেহেরপুরে ২৫টি স্বর্ণের বারসহ দুইজন আটক

মেহেরপুরে ২৫টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। এদিকে বরিশালে ২০০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরে যাত্রীবাহী বাসে তলস্নাশি চালিয়ে ২৫টি দ্বিখন্ডিত স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে জেলার আমঝুপি বাজারে এই অভিযান চালানো হয়। বিজিবির দাবি, আটকরা চিহ্নিত চোরাকারবারি।

আটকরা হচ্ছে- ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়ার আলাল হোসেন (৪৮) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের রাজিব হোসেন (২৯)। তাদের মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মালামালগুলো কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী জেআর পরিবহণে তলস্নাশি চালিয়ে স্ব্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় নগদ ৫ হাজার ৮০৪ টাকা এবং দুটি স্মার্টফোন। স্বর্ণের বার ও জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দুই কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

বরিশাল অফিস জানায়, বরিশালে ২০০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। আটক মোসা. ফাতেমা আক্তার সদর উপজেলার রায়পাশা ইউনিয়নের দক্ষিণ কড়াপুর এলাকার ফারুক হাওলাদারের স্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার মধ্যরাতে মোসা. ফাতেমা আক্তারের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার হেফাজত থাকা ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত অপর দুইজন পালিয়ে যায়। যার মধ্যে ফাতেমা আক্তারের স্বামী মো. ফারুক হাওলাদার এবং তাদের সহযোগী মো. নুরুজ্জামান খান ওরফে শাকিল খান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে