শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
চাঁদপুরে ছেলের হাতে বাবা খুন চার জেলায় আরও ৪ মরদেহ উদ্ধার

পিটুনিতে ঝিনাইদহে চোর ও সাঁথিয়ায় গৃহবধূ নিহত

স্বদেশ ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পিটুনিতে ঝিনাইদহে চোর ও সাঁথিয়ায় গৃহবধূ নিহত

ঝিনাইদহে গণ পিটুনিতে এক গরু চোর নিহত ও পাবনার সাঁথিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, চাঁদপুরে ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাবাকে কুপিয়ে হত্যার। এছাড়াও গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নারায়ণগঞ্জের আড়াইহাজার, কিশোরগঞ্জের ভৈরব ও কুড়িগ্রামের রাজারহাট থেকে আরও ৪ মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুরে গণপিটুনিতে রাশেদ শেখ (৩৭) নামে এক গরু চোর নিহত হয়েছেন। রাশেদ ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। গণ পিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা।

বৃহস্পতিবার ভোরে ভালাইপুর গ্রামের বিশ্বাস পাড়ায় রাজ্জাকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন তারা। এ সময় চোরের ছুরিকাঘাতে তৌহিদুল খা নামে এক ব্যক্তি জখম হন। সে সময় বিক্ষুদ্ধ জনতা তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহীনী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আনা হয়েছে।

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়ায় কাশীনাথপুর গ্রামে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কাশীনাথপুরে। এ ঘটনায় নিহতের বাবা মামলা করেছেন, যার নং ৭। নিহত গৃহবধূর নাম হাফসা খাতুন (৩০)। তিনি বেড়া উপজেলার কুশিয়ারা-বাগজান গ্রামের মাওলানা নজরুল ইসলামের মেয়ে। নিহতের স্বামী জিয়া আমিনপুর থানাধীন টাংবাড়ি গ্রামের হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. জাহিদ হোসেন খানের ছেলে।

নিহতের মা জানান, 'বিয়ের পর থেকেই জিয়া টাকার জন্য আমার মেয়েকে চাপ দিতে থাকে। পরে আমরা ব্যবসা করার জন্য তাকে কিছু টাকা দেই। কিন্তু বখাটে জিয়া ব্যবসা না করে টাকাগুলো নষ্ট করে। কিছুদিন পরে আবার টাকার জন্য চাপ দিতে থাকে। মাঝেমধ্যেই মারধর করে বাড়িতে পাঠিয়ে দিত। একপর্যায়ে মোটর সাইকেল কিনে দিতেও বাধ্য হই।'

প্রতিবেশীরা জানায়, 'সন্ধ্যার পরে জিয়া স্থানীয় দুই একজনকে ফোন করে তার স্ত্রীর মৃতু্যর বিষয়টি জানালে স্থানীয়রা এসে টয়লেটের মধ্যে হাফসার গলায় ওড়না পেঁচানো লাশ পায়। কাশিনাথপুর পুলিশ বক্সের আইসি এসআই আশরাফুল আলম রাতেই অভিযান চালিয়ে আটক করেন জিয়াকে। ঘটনার প্রত্যক্ষদর্শী হাফসার ছেলে হামিম জানায়, তার ফুপা মেহেদী হত্যার কাজে তার বাবাকে ইন্ধন দেন। হাফসার ৪ বছরের শিশুকন্যা জানায়, 'আমি বাবাকে অনেক নিষেধ করেছি মাকে মারতে। তাও বাবা কথা শোনেনি।'

সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে ও আসামি জিয়াকে রাতেই আটক করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জেরে বাবা আকতার হোসেনকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে সাকিবের (২৪) বিরুদ্ধে। গত বুধবার রাতে পৌরসভার ৮নম্বর ওয়ার্ড টোরাগড় সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশিরা জানায়, গভীর রাতে আকতার তার ছেলে সাকিবের স্ত্রীকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাকিব তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। আকতারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক কুমিলস্না রেফার করেন। কুমিলস্না নেওয়ার পথে তার মৃতু্য হয়। পুলিশ সংবাদ পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে।

হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদ বলেন, বিষয়টি পারিবারিক কলহ থেকেই ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাতানামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল কামদিয়া ইউনিয়নের তালিতা এলাকায় সড়কের ওপর পড়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার বৈরাগী পুলিশ তদন্ত অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারাল অস্ত্রের একাধিক আঘাতে তাকে হত্যা করা হয়। মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের কাহিন্দী এলাকার একটি জঙ্গলের ভেতরে ডোবার পানিতে ভাসমান অবস্থায় তানজিলা (১৭) নামে এক বাক প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে এলাকাবাসী লাশটি উদ্ধার করে। নিহত তানজিলা ওই গ্রামের সরফত আলীর মেয়ে।

এলাকাবাসী জানায়, বুধবার রাত থেকে তানজিলাকে পাওয়া যাচ্ছিল না। বৃহষ্পতিবার সকালে একই গ্রামের একটি জঙ্গলে ডোবার পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের তাতাঁর-কান্দি এলাকায় রেললাইন সংলগ্ন ডোবার পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। তার পড়নে কালো রংয়ের প্যান্ট ও গেঞ্জি ছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ভৈরব থানার এসআই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, 'অজ্ঞাতনামা একটি লাশের সংবাদ পেয়ে উদ্ধার করি। লাশটি আনুমানিক তিন চারদিনের পুরোনো হওয়ায় প্রাথমিক সুরতহালে মৃতু্যর কারণ জানা যায়নি। ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে নিখোঁজ মাছ শিকারীর লাশ ১৫ঘন্টা পর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে মাছ শিকারী রফিকুল ইসলামের (৪৫) লাশ উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের সিঙ্গের ডাবরীহাটের দক্ষিণে ভাটারপাড় এলাকার সরকারি খাস পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে বাড়ির লোকজন এসে লাশ উত্তোলন করে। রফিকুল ওই ইউনিয়নের চেতনা গ্রামের মৃত অকিমুদ্দিনের ছেলে। এর আগে গত বুধবার বিকালে মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রফিকুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে