সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
ত্রাণ সামগ্রী বিতরণ ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রহর লাইব্রেরির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে। বুধবার সকালে প্রহর লাইব্রেরির সভাপতি খনেশ্বর ত্রিপুরা রিচার্ডের দিকনির্দেশনায় উপজেলার মেরুং ইউপির বিভিন্ন এলাকায় ত্রাণ ও বোতাছড়া নোয়ারাম পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী দেয়া হয়। বিতরণকালে ছিলেন প্রহর লাইব্রেরির সাধারণ সম্পাদক রিপন ত্রিপুরা, সদস্য প্রদিপ ত্রিপুরা ও দীঘিনালা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এম মহাসিন মিয়া। মতবিনিময় সভা ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সমাজে অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়াম বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বাংলাদেশ ঢাকা অঞ্চলের এসডিডিবি প্রকল্প কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু। কারিতাস ঢাকা অঞ্চলের এসডিডিবি প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা ফরিদ আহম্মদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এস এম মনজুর এলাহী, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা, জহির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, কারিতাসের নির্ণয় শর্মা, জয়ন্ত মজুমদার। \হ ছাগল বিতরণ ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও আদর্শ সেবা সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সংস্থার কার্যালয় ফাঁসিতলায় সুবিধাভোগীদের মধ্যে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আদর্শ সেবা সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন। বক্তব্য রাখেন সরসের নির্বাহী পরিচালক প্রভাষক শাহ মো. রফিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, সেলাই প্রশিক্ষক শাপলা খাতুন। সমাবেশ অনুষ্ঠিত ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদী জেলার মনোহরদী, উপজেলার ঐতিহ্যবাহী খিদিরপুর ডিগ্রি কলেজের ঐতিহ্য কে আধুনিক, বিজ্ঞান, মনস্ক, ও যুগোপযোগী করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সময় সকাল ১১টায় খিদিরপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিমউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাকিউল ইসলাম (বাকী) ( প্রিন্সিপাল মনতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মো. আনোয়ার হোসেন প্রধান শিক্ষক খিদিরপুর স.বি.। বিদায় সংবর্ধনা ম জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, লেফটেন্যান রিফাত ইবনে তাজ, থানা অফিসার ইনর্চাজ কামরুজ্জামান তালুকদার, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, মহিলাবিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মরশেদুল আলম। প্রস্তুতিমূলক সভা ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি বিশ্বম্ভরপুরে উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ১৪৬ হিজরি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামের পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ বাদাঘাট ইউ/পি চেয়ারম্যান ছবাব মিয়া, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা জামাত ইসলামীর আমির হাফিজ শামসুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আজিজ, উপজেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আবুল কাশেম, মাওলানা আবু ইউসুফ কাশেমী, জামাত নেতা হাফেজ আব্দুর রাজ্জাক, থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোয়াফিকুল ইসলাম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আমির হোসেন। আর্থিক সহযোগিতা ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহযোগিতার তুলে দেন। বুধবার বেলা ১২টায় মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত্যদের সহযোগিতায় তাদের নিজস্ব তহবিল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে আর্থিক সহযোগিতা করেন। এ সময় ছিলেন সংগঠনের সভাপতি সুভাষ রায়, কাজল বসু, অশোক কুমার পোদ্দার, সিদ্বেশ্বর মজুমদার, সুব্রত সাহা, পলাশ রঞ্জন বিশ্বাস প্রমুখ। মতবিনিময় সভা ম স্টাফ রিপোর্টার, মাদারীপুর মাদারীপুরে নবনিযুক্ত পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার সকালে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আরও ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, মো. মনিরুজ্জামান ফকির, ভাস্কর সাহাসহ বিভিন্ন কর্মকর্তা। গত ৮ সেপ্টেম্বর পুলিশ সুপার মাদারীপুরে যোগদান করেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, মাদারীপুরে আমি নতুন এসেছি। সাংবাদিকদের সঙ্গে নিয়ে একটি সুন্দর জেলা গঠন করতে চাই। একটি সুশাসনের মাধ্যমে সব ধরনের অপরাধ নির্মূল করার আপ্রাণ চেষ্টা করব। প্রশিক্ষণ কর্মশালা ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় 'বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন কৌশল' বিষয়ক ২ দিনব্যাপী কৃষক-কৃষানীর প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শারমিন জুঁই। জেলা বীজ প্রত্যয়ন অফিসের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম, অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম ঝিনাইদহ প্রতিনিধি মৎস্যচাষ ও ব্যবস্থাপনা বিষয়ক ঝিনাইদহে মৎস্যচাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ আশার আয়োজনে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে মৎস্যচাষ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদ রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার, আশা কেন্দ্রীয় কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফিশারিজ) সবুজ কুমার চৌধুরী. ঝিনাইদহ জেলা আশার এসডিএম হাফিজুর রহমান, জেলা সদর ব্র্যাঞ্চের এসবিএম আবু সামা ওটিও (এগ্রি) কিলন চন্দ্র রায়সহ অন্যরা। আশার সদস্য ও উদ্যোক্তাসহ জেলার ৩০ মৎস্যচাষি প্রশিক্ষণে অংশ নেন। নগদ অর্থ-সহায়তা ম মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল মিরসরাই উপজেলা ও পৌরসভার নেতাকর্মী। বুধবার বেলা ১২টায় উপজেলার মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বন্যা-পরবর্তী গৃহ পুনর্বাসনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারকে ২ বান করে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরহাদ হোসাইন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ মাসুম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন রাজু, সাখাওয়াত হোসেন। ওষুধ বিতরণ ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার চৌদ্দগ্রামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যৌথ উদ্যোগে অন্তত পাঁচ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বুধবার সকাল থেকে দিনব্যাপী এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যাবের চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল। সার্বিক সহযোগিতায় ছিলেন কম্বডিয়া শাখা বিএনপি'র সদস্য সচিব মো. শাহীন রেজা। ওষুধ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু। কৃষি প্রণোদনা বিতরণ ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি বিরলে ২০২৫-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২১০ কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা আশা। এ সময় ছিলেন উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, পাট উন্নয়ন অফিসার কার্তিক চন্দ্র রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার আয়েশা খাতুন। চেক প্রদান ম আলীকদম (বান্দরবান) প্রতিনিধি বান্দরবানের আলীকদম উপজেলায় নতুন প্রতিষ্ঠিত আলীকদম কলেজে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ও আলীকদম কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর হাতে ২ লাখ টাকা করে দুটি চেকে মোট চার লাখ টাকা হস্তান্তর করেছেন মরহুম খুইল্যা মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইউনুস মিয়া ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম। এ সময় ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্ট, যুবনেতা ইলিয়াস। মতবিনিময় সভা ম গাইবান্ধা প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৬ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার স্থানীয় একটি কমিউনিটি মিলনায়তনে সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার। জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ আব্দুস সালেক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সাইদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি নুরুন্নবী প্রধান প্রমুখ। সভা অনুষ্ঠিত ম পঞ্চগড় প্রতিনিধি জাতীয় যুবনীতি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে ডেমক্রেসিওয়াচ বাস্তবায়িত 'আস্থা' প্রকল্পের আওতায় নাগরিক পস্ন্যাটফর্ম সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের সেন্ট্রাল পস্নাজায় সিএফসি হলরুমে সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক পস্ন্যাটফর্মের আহ্বায়ক এম আলাউদ্দীন প্রধান। সভায় প্রধান অতিথি ছিলেন 'আস্থা' প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী। আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডেমক্রেসিওয়াচের মনিটরিং এবং রিপোর্টিং সমন্বয়কারী ফয়সাল হাবিব, সিনিয়র ফিল্ড অফিসার খুরশীদা জাহান ও ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন। সমাবেশ অনুষ্ঠিত ম চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের চরভদ্রাসনে শিক্ষার মান উন্নয়নে দশম শ্রেণির ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ ফয়সল বিন করিম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ইয়াহিয়া। সভাপতিত্ব করেন- প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন- জেষ্ঠ সহকারী শিক্ষক নজরুল ইসলাম, অভিভাবক মো. আসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও আবদুস সবুর কাজল। স্বাস্থ্যকর গ্রাম ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে ৩টি গ্রামের যাত্রা শুরু হলো তাহিরপুরে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াল্ডভিশনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হলো জয়নগর, বীরনগর ও জামাল গড় গ্রামে। মঙ্গলবার দুপুরে জয়নগর হাফিজিয়া মাদ্রাসা মাঠে এক অনারম্বড় অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই কর্মসূচি ঘোষণা করে ওয়াল্ডভিশন। এর পূর্বে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আল আমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিমা বেগম, সাংবাদিক বাবরুল হাসান বাবলু ও ওয়াল্ডভিশন তাহিরপুর এরিয়া ম্যানেজার সেবাস্টিং আরেং। কবর জিয়ারত ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে গেলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী। মঙ্গলবার এ সময় তার সঙ্গে ছিলেন- বিএনপি নেতা মোহাম্মদ আবু ছৈয়দ, মহসিন কলেজ ছাত্রদলের সদস্যসচিব দিদার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নিজাম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মনির আহমদ, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফৌজুল কবির রুবেল। প্রস্তুতি সভা ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সেনা ক্যাম্পের প্রতিনিধি ক্যাপ্টেন মুসফিক উস সালেহীন, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কর, ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ।