সরকারের নির্দেশনা অনুযায়ী গত ৩ই সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্ধারিত সময়ের পরেও কুমিলস্নার চৌদ্দগ্রামে ১৭টি লাইসেন্সকৃত অস্ত্রের মধ্যে ১৬টি জমা পড়েছে। ৩ই সেপ্টম্বর রাত ১২টায় অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখের পরেও বুধবার পর্যন্ত উপজেলার ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ হোসেন তার ব্যবহৃত অস্ত্রটি জমা দেননি বলে থানা সূত্রে জানা গেছে।
এদিকে বিগত সরকারের পুরো সময়ে মোশাররফ চেয়ারম্যানের অস্ত্র নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। তার বিরুদ্ধে পিস্তল নিয়ে উপজেলা পরিষদে প্রবেশ, অপর চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি এবং সাবেক সহকারী কমিশনারকে (ভূমি) মারধরের চেষ্টার অভিযোগ রয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি নাজমুল হুদা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী লাইসেন্সকৃত অস্ত্রটি জমা দেওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন এখনো তার হেফাজতে থাকা অস্ত্রটি জমা দিতে আসেননি। অনেকবার বিভিন্ন লোকমারফতে এবং থানা পুলিশ তার বাড়ি গিয়ে বলে আসার পরেও তিনি অস্ত্র জমা দেননি।