পাঁচ দফা দাবিতে পার্বতীপুর গ্রানাইট মাইনিং কোম্পানির শ্রমিকদের আন্দোলন
প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে শ্রমিকেরা পাঁচ দফা দাবিতে দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন। এ সময় তারা জিটিসির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
দেশের একমাত্র গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ায় অবস্থিত। বর্তমান এখানে শ্রমিকের সংখ্যা ৭৭৪ জন। দাবি আদায়কে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে মঙ্গলবার দিনগত রাত থেকে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।
জানা গেছে, আন্তর্জাতিক আইন মেনে শ্রমিকদের বেতন-ভাতা নির্ধারণ করা, যখন তখন শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ পাঁচ দফা দাবি রয়েছে তাদের। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, কোনো কারণ ছাড়াই বুধবার সকালে হঠাৎ করে খনির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ বলছে, অনির্দিষ্টকালের জন্য খনির কার্যক্রম বন্ধ থাকবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মডেল থানার অফিসার ইনচার্জ, সেনাবাহিনীর অফিসার ও পেট্রো বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।