শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

মনোহরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মনোহরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

কুমিলস্নার মনোহরগঞ্জে জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার বেলা ১১টায় কুমিলস্না-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নাথেরপেটুয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ছাত্র প্রতিনিধি আরিফুর রহমান, উত্তরহাওলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাফর ইকবাল বাচ্চু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মো. নুরুন্নবী, সেক্রেটারি শাহাবুদ্দিন হায়দার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মাহমুদ লিটন, নাথেরপেটুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন, সমাজসেবক মামুন চৌধুরী, আবদুল গোফরান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বন্যার পানি দ্রম্নত অপসারণ ও সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া ও তার শাখাখালে অবৈধ স্থাপনা ও পানির প্রবাহে বাধা সৃষ্টিকারী বারাবাঁধ (বাঁশের তৈরি এক ধরনের বেড়া) ও ভেসাল জাল উচ্ছেদের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে