সেবক হতে চাই শাসক নয় -এসপি ফরিদপুর
প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফরিদপুর প্রতিনিধি
শাসক হতে চাই না, সেবক হতে চাই। আমার দায়িত্ব পালনে ফরিদপুরের গণমাধ্যমকর্মীদের সহযোগিতার প্রয়োজন।
আমি মা-মাটির গন্ধ ভুলতে চাই না। আমি আপনাদের লোক হয়ে এই জেলায় কাজ করতে চাই। সোমবার বেলা সাড়ে ১১টার সময় ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. আব্দুল জলিলের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান শিপন, সিনিয়র সাংবাদিক পান্না বালা, জাহিদ রিপন। জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসাইন, শৈলেন চাকমা প্রমুখ।
পুলিশ সুপার আব্দুল জলিল আরও বলেন, সমাজের দায়বদ্ধতা থেকে কেউ এড়াতে পারে না, আমি যতদিন এই জেলায় কর্মরত থাকব, ততদিন মাদক ও চাঁদাবাজির সঙ্গে আপস করব না।
তিনি বলেন, সংবাদমাধ্যম শক্তিশালী না হলে সমাজের অপরাধ প্রবণতা বেড়ে যায় বলে মন্তব্য করেন তিনি।