নরসিংদীতে ৬ বছরের শিশু হত্যায় যুবকের যাবজ্জীবন
প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে সুমাইয়া আক্তার মিম নামে ৬ বছরের এক শিশুকে গলা টিপে হত্যার দায়ে তানভীর আহমেদ পাভেল (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় প্রদান করা হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২ আগস্ট পলাশ উপজেলার গজারিয়া গ্রামের ইসমাইল হোসেন ভূইয়ার মেয়ে সুমাইয়া আক্তার মিম বাড়ির পাশে সহপাঠীর সঙ্গে খেল করছিল। এ সময় একই গ্রামের আব্দুল হাই ভূইয়ার ছেলে তানভীর আহমেদ পাভেল, সুমাইয়া আক্তারকে জোরপূর্বক টেনে নিয়ে যায়। পরে তার কানে থাকা স্বর্ণের দুল খুলে নেয়। সুমাইয়া এ ঘটনা তার মাকে বলে দেবে বলে জানালে তানভীর তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার করে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত মুরগির খামারের নির্মাণাধীন বাথরুমে ফেলে দেয়।
ওই মামলায় ১১ সাক্ষীর উপযুক্ত সাক্ষ্য-প্রমাণে আসামিকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে উপরোক্ত রায় প্রদান করেন।