আজমিরীগঞ্জে দেড়শ বস্তা চাল আত্মসাতের তথ্য ফাঁস
প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার সন্তোষ গোপের ১৫০ বস্তা চাল আত্মসাতের চেষ্টার তথ্য জানাজানি হয়েছে। ধরা পড়ে জনতার তোপের মুখে তিনি চাল বিতরণে বাধ্য হন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার জলসুখা ইউনিয়নে নিযুক্ত ডিলার সন্তোষ গোপ সোমবার জলসুখা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫০ জন কার্ডধারীকে ১৫ টাকা কেজি দরে মাথাপিছু ৩০ কেজি করে চাল দেওয়ার কথা।
কিন্তু সন্তোষ গোপ আজমিরীগঞ্জ উপজেলা খাদ্যগুদাম থেকে ৩৫০ বস্তা চাল উত্তোলন করলেও এর মধ্য থেকে ১৫০ বস্তা চাল গোপনে বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়েন। পরে সন্তোষ বিক্রি করা চাল ট্রলি দিয়ে ফিরিয়ে এনে বিতরণ করতে বাধ্য হয়েছেন।
এ ঘটনা ডিলার সন্তোষ অস্বীকার করেন। তিনি জানান, জায়গা সংকটের কারণে তিনি গুদাম থেকে ৩৫০ বস্তা চাল আনেননি, ২০০ বস্তা চাল এনেছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এখলাছ মিয়া জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় সন্তোষ চৌধুরীর কাছে ৩৫০ বস্তা চালের মধ্যে ২০০ বস্তা মজুত পাওয়া গেছে।