চাটমোহরে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ

পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নরসিংদীর পলাশে হাট-বাজার পরিচালনা শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এদিকে পাবনার চাটমোহরে টিসিবির পণ্যের কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে হাট-বাজার পরিচালনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরসিন্দুর বাজারে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ৫ জনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সায়মুন রসুল শান্ত, পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী ইয়াছিন মৈসান, নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ নিহাদ, পলাশ শিল্পাঞ্চল কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম তানিম, চরসিন্দুর এলাকার শিক্ষার্থী আরিফুল ইসলাম। আহত শিক্ষার্থী সায়মুন রসুল শান্ত গাজী জানান, 'বিএনপির কিছু নেতাকর্মী অবৈধভাবে হাটবাজারে চাঁদা তুলত। এতে আমরা তাদের বাধা দিলে তারা চাঁদা তোলা বন্ধ করে দেয়। কিন্তু মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালীন শতাধিক বিএনপির নেতাকর্মী পুনরায় বাজারে এসে চাঁদা তুলতে এলে আমাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।' পলাশ থানার ওসি ইকতিয়ার উদ্দিন জানান, সাপ্তাহিক হাট পরিচালনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাবনা প্রতিনিধি জানান, পাবনার চাটমোহরে টিসিবির পণ্যের কার্ড নিয়ে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদের মধ্যে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য টিসিবি পণ্যের সুফলভোগীদের জন্য কার্ড বরাদ্দ হয়। এই তালিকা নিয়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহসিন আলী এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। বুধবার তাদের দেওয়া তালিকা অনুযায়ী টিসিবির পণ্য বিতরণ করতে নির্বাহী কর্মকর্তাকে জানাতে আসে উভয় পক্ষ। এতে একে অপরের সঙ্গে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে লিপ্ত হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম জানান, 'টিসিবি'র পণ্য সরকারি নিয়ম মেনে যাদের পাওয়ার কথা শুধু তারাই পাবে। নিয়ম মেনেই সব কিছু চলবে।'