দেশ পুনর্গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে :শাহজাহান চৌধুরী
প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, 'আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে নানাবিধ অপরাধ সংঘটনের মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছে। স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা এবং দেশ পুনর্গঠনের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।'
বুধবার চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের সঙ্গে চট্টগ্রাম মহানগরী জামায়াতে নেতাদের সাক্ষাৎকালে নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী এসব কথা বলেন। এ সময় শাহজাহান চৌধুরী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোখলেছুর রহমান, নগর জামায়াতে ইসলামী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উলস্নাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ।
এ ছাড়া শাহজাহান চৌধুরী একই দিন নগরের দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় তিনি বলেন, 'দীর্ঘদিন আওয়ামী সরকার পুলিশ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ করেছে। তাদের লোকজন এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং স্থিতিশীল করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে।'
সভায় উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি এস.এম লুৎফর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আ ন ম জোবায়ের। আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন এহতেশামুল হক, মনজুর আহমদ আনছারী, শামসুল আলম, মুহাম্মদ কবির হোসাইন, শাহাদাত হোসেন, মোবারক শাহ, আনোয়ার সাদাত, মহিউদ্দীন হাসেমী, মিনহাজ উদ্দীন, নিজাম উদ্দীন, মোস্তফা গালিব, ফরিদুল আলম, আবুল মোজাফ্ফর, আব্দুলস্নাহ আল মাসুদ, জামায়াত নেতা সাদুর রশিদ চৌধুরী প্রমুখ।