দুই জেলায় আরও আটক ৫
সাপাহারে জামায়াত নেতা হত্যাকারী ডাকাত দম্পতি গ্রেপ্তার
প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
নওগাঁর সাপাহারে জামায়াতে ইসলামী নেতার হত্যাকারী ডাকাত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ঝিনাইদহের কালীগঞ্জ এবং হবিগঞ্জের মাধবপুর ডাকাতি ও মাদককারবারিসহ ৫ জনকে আটক করেছেনর্ যাব ও পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি জানান, ছিনতাই হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে সাপাহারে জামায়াতে ইসলামী নেতার হত্যাকারীকে কুখ্যাত ডাকাত রেজাউল ওরফে রেজা ও তার স্ত্রী সায়মাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকায় নিজ বাড়ি হতে ওই ডাকাত দম্পতিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকার বালিয়া দিঘি গ্রামের ভুলস্নু ওরফে ভুলুর ছেলে রেজাউল ইসলাম ওরফে রেজা (৪৮) ও তার স্ত্রী সায়মা খাতুন (৪৪)। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব জানান গত ৩০ আগস্ট রাত ১০টার দিকে উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারি আব্দুলস্নাহিল কাফি মাস্টার ও তার সহযোগী মোটর সাইকেল যোগে সদরে আসার পথে তার সঙ্গে থাকা নগত টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। রাতেই তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎনাধীনাবস্থায় ৩১ আগস্ট দুপুরে সেখানে তার মৃতু্য হয়। পরে দলের পক্ষ থেকে সাপাহার থানায় একটি ছিনতাই ও খুনের মামলা দায়ের করা হয়। নিহত জামায়াত নেতার ছিনতাই হওয়া ওই মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে বালিয়া দিঘি গ্রামের বাড়ি হতে হত্যা মামলায় ডাকাত রেজাউলকে এবং নিহত জামায়াত নেতার ছিনতাইকৃত মোবাইল ফোন ডাকাতের স্ত্রীর সায়মার নিকট হতে উদ্ধার করে রেজাউল ও তার স্ত্রী সায়মা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বাদশা সোলায়মান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছের্ যাব-৬। বুধবার ভোররাতে উপজেলার কাঁঠালবাগান গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাদশা সোলায়মান ওই উপজেলার কাঁঠালবাগান গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। ঝিনাইদহর্ যাবের মেজর নাঈম আহমেদ জানান, কালীগঞ্জের কাঁঠালবাগান গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযান চালায় ঝিনাইদহর্ যাব। এ ঘটনায়র্ যাবের পক্ষ থেকে মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলা সুরমা চা বাগান এলাকায় গাড়ি আটকিয়ে প্রবাসী যাত্রীসহ লোকজনকে মারধর করে অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণ ও মোবাইল ফোন ডাকাতি করার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার ভোর রাত পর্যন্ত থানা অফিসার ইনচার্জ আব্দুলস্নাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে স্বপন মিয়া (৩১) মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আরিছপুর গ্রামের মৃত ছোয়ার মিয়ার ছেলে নাসির মিয়া (৫৬) ও বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর গ্রামের আলেক চৌধুরীর ছেলে জীবন চৌধুরী (৫৫)। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়ের করা হলে পরদিন চুনারুঘাট উপজেলা উলুকান্দি গ্রামের রফিক মেম্বারের ছেলে সালমানউদ্দিনকে আটক করে বিজ্ঞ আদালতের দুদিনের পুলিশির রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ ও তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।