শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সার্ভেয়ারদের স্মারকলিপি

স্বদেশ ডেস্ক
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ভোলায় বেতন বৃদ্ধির দাবি জানিয়ে জেলা প্রশাসক আরিফুজ্জামানের কাছে স্মারকলিপি জমা দেন ডিপেস্নামা ইঞ্জিনিয়াররা -যাযাদি

ভোলা ও নড়াইলে সরকারি সার্ভেয়ারের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় জেলা প্রশাসক আরিফুজ্জামানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ভোলার বিভিন্ন সরকারি অফিসে কর্মরত সার্ভেয়াররা জানান, 'ডিপেস্নামা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করে সবাইকে দ্বিতীয় শ্রেণি ও ১০ম গ্রেডে বেতন স্কেল দেওয়া হলেও সারাদেশের সার্ভেয়ারদের করা হয়নি।'

২০২৩ সালের ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভায় ১০ম গ্রেডে উন্নীত করা জন্য সুপারিশ করা হলেও আজও তা বাস্তাবায়ন হয়নি। তাই আমরা অতি দ্রম্নত সময়ের মধ্যে বৈষম্য মুক্ত করে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত ও ১০ম গ্রেডে বেতন স্কেল করার দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার খলিলুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমিঅধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ উল্যাহ, বোরহানউদ্দিন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ফিরোজ আলম, কে এম তরিকুল ইসলাম, মাজহারুল ইসলাম, ফজলে রাব্বি, মো. মঈন, মো. সোলাইমান প্রমুখ।

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব মিরাজ হোসেন এ স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক শাহেদ পারভেজ স্মারকলিপি গ্রহণ করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে সংগঠনটির সদস্যরা।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল জেলায় কর্মরত সার্ভেয়িং ডিপেস্নামা প্রকৌশলী জেলা প্রশাসকের কাছে ওই স্মারকলিপি প্রদান করেন। এ সময় ডিপেস্নামা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং ডিপেস্নামা প্রকৌশলীদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব কামরুল আলম, সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, ঘাটাইল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ওমর ফারুক, টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার আবুল হোসেন, জাকিরুল আলম, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার জহিরুল ইসলাম, এলজিইডি-মধুপুরের সার্ভেয়ার মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলায় কর্মরত ডিপেস্নামাধারীরা উপস্থিত ছিলেন। দ্রম্নততম সময়ের মধ্যে দাবি পূরণ না করা হলে আগামিতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন সার্ভেয়াররা। বৈষম্যবিরোধী সার্ভে ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের প্যাডে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, সরকারের বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরত রয়েছেন সার্ভে ডিপেস্নামা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। একই সমমানের প্রকৌশলীরা ১০ম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপেস্নামা ইঞ্জিনিয়াররা। তারা চান দ্রম্নত এ বৈষম্যের নিরসন হোক, না হলে উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের মো. জহিরুল ইসলাম, সদর উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার মো. মোয়াজ্জেম হোসেন, কালিয়া উপজেলার বাবুল আক্তার, সড়ক ও জনপথের মামুনুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের আশরাফুল ইসলাম, শামসুল আলমসহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে