ফকিরহাটে ট্রাক চাপায় হেলপারের মৃতু্য
নাটোরে মোটর সাইকেল সংঘর্ষে শিক্ষকসহ দুইজন নিহত
প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
নাটোরে দুই মোটর সাইকেল সংঘর্ষে শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। অন্যদিকে, বাগেরহাটের ফকিরহাটে ট্রাক চাপায় ট্রাক হেলপার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুলফিকার আলী (৫১) নামে এক কলেজ অধ্যক্ষ ও রফিকুল ইসলাম সরকার (৫৫) নামের আরেক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামে অপর মোটর সাইকেল আরোহী আহত হন। মঙ্গলবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার বড়ালঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার তাহের আলীর ছেলে এবং রফিকুল সনাটোর শহরের মোহনপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। আহত আনোয়ার বাগাতিপাড়ার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ বলে জানা গেছে।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ কামাল ফিলিং স্টেশনের সামনে গত মঙ্গলবার বিকেলে ট্রাক চাপায় তানজু শেখ (১৮) নামে অপর এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহত তানজু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের ইকবাল শেখের ছেলে। ঘটনার সময় তানজুর বাবা ট্রাক চালক ইকবাল পাশেই ছিলেন।
পুলিশ জানায়, ঢাকা খুলনা মহাসড়কের পিলজঙ্গ কামাল ফিলিং স্টেশনের পাশে ট্রাক রেখে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন হেলপার তানজু। হঠাৎ করে ঢাকার দিকে থেকে আসা অপর একটি ট্রাক তানজুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। এ ঘটনায় স্থানীয় কাটাখালী হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে ফকিরহাট থানার ওসি আশরাফুল আলম জানান।