ইবিতে ফের ৯ দফা দাবিতে নিবন্ধন প্রত্যাশীদের বিক্ষোভ
প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ইবি প্রতিনিধি
ষাট হাজার জাল সনদধারীদের নিয়োগ বাতিলসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৮ ও ১৯তম নিবন্ধনপ্রত্যাশীরা। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনসংলগ্ন বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
তাদের দাবিগুলো হলো- ১৮তম রেজাল্টের আগে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি নয়, ১৮তম পরীক্ষার্থীদের লিখিত রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে দিয়ে অক্টোবরের ভাইভা সম্পন্ন করে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা, শিক্ষক সংকট দূরীকরণে ১৮তমদের অগ্রাধিকার দেওয়া, এনটিআরসিএ-এর পরিপত্র অনুযায়ী নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ডিসেম্বরের মধ্যে ১৮তমদের নিয়ে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে, অটো এমপিও চালু করা, ০১-১২ তমদের আদালতের রায় বহাল রাখতে হবে এবং বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে।
এর আগে গত রোববার বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন নিবন্ধনপ্রত্যাশীরা।