পানিতে ডুবে ও আত্মহত্যায় আরও তিন মৃতু্য

বগুড়ায় চাঁদা না পেয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
বগুড়ায় চাঁদা না পেয়ে যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে জেলার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একজন কলেজছাত্রীর আত্মহত্যার কথা শোনা যায়। এছাড়াও কুমিলস্নার চৌদ্দগ্রামে নদীর পানিতে ও লক্ষ্ণীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে দুইজনের মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় চাঁদা না পেয়ে আবুল হোসেন রানা নামের এক যুবককে ছুড়িকাঘাতে হত্যা করেছে দুবৃত্তরা। এ সময় নিহতের স্ত্রীকেও ছুড়িকাঘাত করা হয়। বর্তমানে স্ত্রী রেজিনা বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রানা বগুড়া শহরের জয়পুরপারা এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। বুধবার রাত ১২টার দিকে রানার বাড়ির সামনে ছুড়িকাঘাতের হত্যার এই ঘটনা ঘটে। রানার পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় গত রোববার রাতে এলাকায় রিকশা ভাড়া মেটানোর সময় রানার সঙ্গে ওই রিকাশা চালক তর্কে জড়ান। এ সময় স্থানীয় কয়েকজন বখাটে যুবক রানার পক্ষ নিয়ে ওই চালককে মারধর করেন। পরে রিকশাচালক তার স্বজনদের নিয়ে রানাসহ ওই যুবকদের হামলা করেন। পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারধর হয়। একারনে রানার পক্ষ নেওয়া বখাটেরা রানার কাছে 'বিবাদে জড়ানোর পাওনা হিসেবে' ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় বখাটেরা ওৎপেতে থাকে। মঙ্গলবার রাতে রানা বোনের বাড়ি থেকে স্ত্রী রোজিনাকে নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। জয়পুর পাড়ায় রানা দম্পতি তাদের বাড়ির সামনে আসলে ওৎপেকে থাকা বখাটেরা পূণরায় চাঁদার ৫০ হাজার টাকা চায়। টাকা দিতে না চাইলে ছুরি বের করে রানাকে আঘাত করে তারা। তার স্ত্রী এগিয়ে গেলে তাকেও ছুড়িকাঘাত করে। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহীম বলেন, মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে। হত্যার ঘটনায় জরিতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে বগুড়ার ধুনটে আঁখি ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে ক ধুনট পৌরসভার পশ্চিম অফিসারপাড়া এলাকার নিজ ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে স্বজনরা। নিহত কলেজছাত্রী ওই এলাকার আলতাফ মন্ডলের মেয়ে এবং বগুড়া সরকারি মজিবর রহমান কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। জানা গেছে, গত ৬ মাস আগে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের রায়হান নামে এক ব্যক্তির সঙ্গে আঁখির বিয়ে হয়। তবে মতু্যর একদিন আগে ফেসবুকে সর্বশেষ তিনটি আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। তাৎক্ষনিকভাবে আঁখির মৃতু্যর সঠিক কারণ জানা না গেলেও পারিবারিক কারণেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে প্রতিবেশিরা। ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদশর্ন করেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে ছোট ডাকাতিয়া নদীর স্রোতে তলিয়ে যান কৃষক রেজাউল করিম চৌধুরী প্রকাশ সবুজ। বুধবার সকালে উপজেলার গুণবতী ইউনিয়নের খাটোরা ট্যাক কাটার জলা ছোট ডাকাতিয়া নদীর মোহনায় এ ঘটনা ঘটে। তার বাড়ি একই এলাকার খাটরা পূর্ব পাড়ায়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের মাধ্যমে খবর পেয়ে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে সবুজের লাশ উদ্ধার করেছে।