শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
উখিয়ায় অবৈধ স'মিল উচ্ছেদ

বাগেরহাটে আইসক্রিম কারখানার অর্থদন্ড

স্বদেশ ডেস্ক
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাগেরহাটে আইসক্রিম কারখানার অর্থদন্ড

বাগেরহাটে একটি আইসক্রিম তৈরি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে কক্সবাজারের উখিয়ায় একটি স'মিল উচ্ছেদ করেছে বন বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট পৌরশহরে নোংরা পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া বাজারজাত করায় একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার শহরের নাগের বাজার এলাকায় মিনি বরফকল কোম্পানিতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুলস্নাহ আল ইমরান। এ সময় বিপুল পরিমাণ ক্ষতিকর রং মেশানো আইসক্রিম ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক আব্দুলস্নাহ আল ইমরান জানান, 'নোংরা পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়া আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখতে বলা হয়েছে।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ায় অবৈধ কাঠসহ একটি স'মিল উচ্ছেদ করেছে বনবিভাগ। এ সময় অবৈধ কাঠ এবং স'মিলের মেশিন জব্দ করা হয়। মঙ্গলবার উখিয়ার রাজাপালং মাদ্রাসা সংলগ্ন জাদিমুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদের নেতৃত্বে বনবিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় জাদিমুড়া এলাকা থেকে একটি স'মিল উচ্ছেদ এবং স'মিলের যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বনাঞ্চল ধ্বংস করে সুকৌশলে করাতকলের মাধ্যমে কাঠ চিরাই করে আসছে। তথ্য-উপাত্ত নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ বলেন, অবৈধভাবে গড়ে ওঠা ১টি করাতকল উচ্ছেদ করা হয়। এ ছাড়া ৩০ ঘনফুট কাঠ ও স'মিলের অন্য যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে