২০ সংগঠনের সমন্বয়ে 'রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন ফোরামের' আত্মপ্রকাশ

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আনার প্রত্যয় এবং দেশকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও টেকসই উন্নয়নের পথে পরিচালিত করার লক্ষ্য নিয়ে ২০টি সামাজিক সংগঠনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে 'রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন ফোরাম'। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলন করে নতুন এই ফোরামের আত্মপ্রকাশ ঘটে। আত্মপ্রকাশ করা নতুন এই ফোরামের আহ্বায়ক করা হয় ল' অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ড. মুহাম্মাদ হায়দার আলীকে। এছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয় ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সফিউল আলম ও প্রটেকশন ফর লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েলকে। ফোরামের অন্য সংগঠনের মধ্যে রয়েছে ইউনাইটেড নেশনস ইন্টার পেসিফিক অ্যাসোসিয়েশন, বিবি আসিয়া ফাউন্ডেশন, পরিবেশ উন্নয়ন সোসাইটি, বাংলাদেশ ইমিগ্রেশন ল' ইয়ার্স সোসাইটি, আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, ওমেন অ্যান্ড চিল্ড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, রিভিউ আর্থ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ডেভেলপমেন্ট ফর ডিজেবল চিলড্রেন অ্যান্ড ওমেন, আইনজীবী সুরক্ষা আন্দোলন, লিগ্যাল অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লাইফ, করাপশন অ্যান্ড পেট্রোয়েটিক সোসাইটি, সেভ বাংলাদেশ ফাউন্ডেশন, বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যাকশন ইউনিট, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, রাগিব দিয়ান ফাউন্ডেশন।