রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ধানের বীজ বিতরণ

ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের উদ্যোগে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ধারাবাহিকভাবে চার ধাপে খাদ্যসামগ্রী বিতরণের পর পঞ্চম ধাপে ধান বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের খাস প্রেমনগর ও অন্তেহরি গ্রামে ও সদর উপজেলার কাদীপুর গ্রামে বন্যা ক্ষতিগ্রস্ত তিনশ' কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ। বিতরণ অনুষ্ঠানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, সাংগঠনিক সচিব এম জুনেদ আহমদ, যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, চৌধুরী আছিয়া রহমান একাডেমির শিক্ষক নিলুর রহমান।

সম্প্রীতি সমাবেশ

ম কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সমাবেশ। সোমবার বিকালে জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কালাই উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশীদ সরকার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল গফুর মন্ডল, আনিছুর রহমান তালুকদার, অধ্যক্ষ আলী হাসান মুক্তা, আব্দুস সামাদ বাবু, আব্দুর রাজ্জাক প্রমুখ।

বীজ বিতরণ

ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে, খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পারভেজ মোশারফ।

মতবিনিময় সভা

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় গভীর নলকূপ নিয়ে নৈরাজ্য ও বৈষম্য দূরীকরণে বিএমডিএ'র প্রকৌশলী এস.এম মিজানুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতের নেতা-কর্মীরা। সোমবার বিকালে মান্দা উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)'র প্রকৌশলীর কার্যালয়ে মতবিনিময় সভায় এ সময় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মোখলেছুর রহমান কামরুল, নূরুল্যাবাদ ইউপি জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান প্রমুখ।

সার বিতরণ

ম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সাপাহারে কৃষি প্রণোদনা হিসেবে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষিপ্রণোদনা বিতরণ কর্মসূচিতে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।

কমিটি গঠন

ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় হাফেজ মো. সাইদুল ইসলামকে সভাপতি ও মাওলানা মো. আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট পারভাঙ্গুড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা বাজারের ঈদগা মাঠে এক সভা শেষে এ ঘোষণা দেন দলটির উপজেলা সভাপতি হাফেজ আব্দুল হাই জমিরী। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভাঙ্গুড়া শাখা কর্তৃক আয়োজিত ভেড়ামারা বাজারের ঈদগা মাঠ চত্বরে দলটির এক কর্মী সভায় ইসলামী আন্দোলনের নেতা আলহাজ মাওলানা আব্দুস সামাদ খান সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গুড়া শাখার উপজেলা সভাপতি হাফেজ আব্দুল হাই জমিরী।

খাদ্যসামগ্রী বিতরণ

ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পলস্নী মঙ্গল কর্মসূচির (পিএমকে) পক্ষ থেকে দেওয়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পিএমকে'র উপপরিচালক ফিরোজ আল মামুন, সহকারী পরিচালক মোমিনুল ইসলাম মামুন। হাটহাজারী এগার মাইল কার্যালয়ে এ সময় হাটহাজারী উপজেলার বন্যাদুর্গত এলাকার ২শ' মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দিবস নিয়ে বিতর্ক

ম হাবিপ্রবি প্রতিনিধি

উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরুর পূর্বে এটি ১৯৭৬ সালে এগ্রিকালচারাল এক্সটেনশন ট্রেনিং ইনিস্টিটিউট (এইটিআই) হিসেবে কৃষিতে ডিপেস্নামা ডিগ্রি প্রদান করত। পরে ১৯৮৮ সালের ১১ নভেম্বর ইনস্টিটিউটকে স্নাতক পর্যায়ে কৃষি কলেজে উন্নীত করা হয়। এটি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহয়ের অধিভুক্ত একটি কলেজ ছিল। ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির বলেন, আমার জানা মতে আগে ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হতো না। ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে প্রজ্ঞাপন জারির তারিখ ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পাস করা হয়। পরে আওয়ামী সরকার ক্ষমতায় আসলে ২০০৯ সালের ১৭তম রিজেন্ট বোর্ডে বিশ্ববিদ্যালয় দিবস পরিবর্তন করে ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ, ১১ সেপ্টেম্বর করা হয়।

আলোচনা সভা

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক দেশ নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ব্যাপারী, রাজারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আশিকুর রহমান টুটুল।

মতবিনিময় সভা

ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে কেঁওচিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আশিক শাহ মানিক শাহ ফোরকানিয়া মাদ্রাসায় কেঁওচিয়া ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আবদুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ফরিদুল আলম ফরিদ। প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা রাশেদ খান, বিশেষ অতিথি ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ছিদ্দিকী।

ফুলেল শুভেচ্ছা

ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

যুক্তরাজ্য বিএনপির প্রভাবশালী নেতা, গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার বাদী, শরীফুজ্জামান চৌধুরী তপন নিজ জন্মস্থান কুলাউড়ায় এসে পৌঁছেছেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর সোমবার কুলাউড়ায় আসলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা বিএনপি নেতা কমর উদ্দিন কমরু, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লন্ডন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহিতুর রহমান।

শপথ গ্রহণ

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোবমবার বিকালে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শপথ গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি গোপাল মোহন্ত। প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকুর উপস্থাপনায় আলোচনায় অংশ নেন প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক হাজি শওকত জামান, সহ-সভাপতি মনজুর হাবীব মনজু, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক সরকার, বিদায়ী সাধারণ সম্পাদক হাজি এস.এম রাসেল কবির, যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল ও তাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক।

চেক বিতরণ

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৪৭ জন গুরুতর রোগীর চিকিৎসা সহায়তার জন্য সাড়ে ২৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে রাজারহাট অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। এ সময় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান ও সহকারী কর্মকর্তা ববিতা খাতুন।

উলেস্নখ্য, ক্যানসার, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কালীগঞ্জ পৌরসভার সুনিকেতন সেমিনার কক্ষে প্রশিক্ষণ পরিচালনা করেন প্রধান অতিথি ঝিনাইদহ জেলা মৎস্য কর্মকর্তা মো. ফারহাদুর রেজা। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, আশা কেন্দ্রীয় অ্যাসিস্টেন্ড ডিরেক্ট ও (ফিসারিজ) সবুজ কুমার চৌধুরী, আশার সিনিয়র ডিসক্টিক ম্যানেজার মো. গোলাম মোস্তফা। এছাড়াও ছিলেন কালীগঞ্জ অঞ্চলের আর এম শেখ ফরিদুল ইসলাম, কালীগঞ্জের সদরের ম্যানেজার মো. মখলেচুর রহমান।

সভা অনুষ্ঠিত

ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

হরিণাকুন্ডু বিএনপির প্রতিনিধি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হরিণাকুন্ডু উপজেলা অডিটরিয়ামে সকাল ১০টায় প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ অ্যাডভোকেট এম এ মজিদ। সভায় সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হাসান মাস্টার। সঞ্চালনা করেন হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাইজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আপাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম পিন্টু।

পুতুল নাটক

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ফুলকির আয়োজনে এবং সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ও এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে শিশুর সুষম খাবার ও পুষ্টির ব্যাপারে সামাজিক সচেতনতা এবং উদ্যোগের অংশ হিসেবে সোমবার টঙ্গীর স্টেশন রোড, চেরাগ আলী, সাভারের ধামসোনা এলাকার ভূঁইয়া পাড়ায় ও তেঁতুলঝোড়া এলাকার নেতা গার্মেন্টস মাঠে প্রদর্শিত হয়েছে। শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত পুতুল নাটক 'সুস্থ থাকি'। প্রধানত শিশুর সুষম খাবার ও পুষ্টির বিষয়কে উপজিব্য করে নাটকটি পরিবেশিত হয়। বিপুল সংখ্যক দর্শক নাটক উপভোগ করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন।

খাদ্যসামগ্রী বিতরণ

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

পলস্নী মঙ্গল কর্মসূচি (পিএমকে) চট্টগ্রাম জোনের ফটিকছড়ি শাখা অফিসে অধিক ক্ষতিগ্রস্ত দুই শতাধিক গরিব ও অসহায় বন্যার্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদর বিবিবিরহাটে ফটিকছড়ি শাখা অফিসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় আরও ছিলেন সংস্থাটির উপ-পরিচালক মো. ফিরোজ আল মামুন, সহকারী পরিচালক মোমিনল ইসলাম, জোনাল আইটি এনামুল হক চৌধুরী, এপিএম সুলতান মাহমুদ, শাখা ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান।

নতুন ডিসি

ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গফরগাঁওয়ের তানভীর আহমেদ। নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে ঢাকা জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার বাড়ি গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের বড়বড়াই গ্রামে।

সম্মেলন অনুষ্ঠিত

ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিশ্বম্ভরপুরে রিজিওনাল ইয়ুথ ২০২৪ তৈরি ডিমান্ড চাটার শীর্ষ এক দিনব্যাপী ফ্রি কফ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে রিজিওনাল ইয়ুথ কফ ২০২৪-এর আয়োজনে ব্রাইটস সোসাইটি অব বাংলাদেশ অ্যাকশন এইড ভার্ডের সহযোগিতায় সম্মেলনে উপজেলা ভার্ড ম্যানেজার সাইদুর রহমানের সভাপতিত্বে ছিলেন একশন এইড বাংলাদেশের পক্ষে আরিফুল ইসলাম,, ব্রাইটারসের পক্ষে ফারিহা সুলতানা অমি ও জেসমিন সাবা তিনা, ভার্ডের কামরুল হাসান ও রনি বণিকসহ স্থানীয় সাংবাদিকরা।

হুইলচেয়ার উপহার

ম ভাঙ্গুড়ড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় প্রতিবন্ধী শিশু বায়েজিদের (১০) চলাচলের জন্য একটি হুইলচেয়ার দিলেন পাবনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাকারিয়া খান মানিক (হোমিওপ্যাথিক)। জানা গেছে, পূর্বের প্রতিশ্রম্নতি অনুযায়ী হতদরিদ্র পরিবারের শিশুটির চলাফেরার জন্য তিনি একটি হুইলচেয়ার অভিভাবকের হাতে তুলে দেন। গত শনিবার বিকালে ভাঙ্গুড়া প্রেস ক্লাব চত্বরে ডা. জাকারিয়া হোসেন মানিকের পক্ষে ছোট ভাই সজীব হোসেন খান শিশুটির মায়ের কাছে হুইলচেয়ারটি তুলে দেন। এ সময় ছিলেন বিভিন্ন পত্রিকায় কর্মরত গণমাধ্যম কর্মীরা ও স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক ফরিদ সরকার। ওই শিশুটি উপজেলার দিলপাশার ইউনিয়নের পাছ বেতুয়ান গ্রামের হতদরিদ্র ইউনুস আলীর ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে