রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
দুই জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মেঘনায় বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৩৫

স্বদেশ ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মেঘনায় বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৩৫

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৬টি বাল্কহেড ও ৭টি ড্রেজারসহ ৩৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। এ ছাড়াও দুই জেলায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৬টি বাল্কহেড এবং ৭টি ড্রেজারসহ ৩৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও চাঁদপুর নৌ-পুলিশের সমন্বয়ে ভোর ৫টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল, কালীপুর ও মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি বাল্কহেড ও ৭টি ড্রেজার জব্দ করা হয়। একই সময় ড্রেজার ও বাল্কহেডে থাকা ৩৫ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেড এর আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় রফিকুল ইসলাম নামের এক ইউপি সদস্যের নিজ বসতঘর থেকে ৩০ কেজি ওজনের প্রায় ১২ বস্তা ভিজিএফ কার্ডের সরকারি চাল উদ্ধার করা হয়েছে। সোমবার সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে খানমরিচ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ওই ইউপি সদস্যের রামনগর এলাকার বসতঘর থেকে চাল উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হলে রাতেই পুলিশ তাকে আটক করে থানা নিয়ে আসেন।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক বলেন, সরকারি চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মতি মামলা হওয়ায় তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইউএনও নাজমুন নাহার বলেন, 'সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে ইউপি সদস্যের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ১২ বস্তা চাল উদ্ধার করেছে।

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাসপাতাল মোড়ে চার ওষুধ ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিভিন্ন অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার এ জরিমানা করেন।

জানা গেছে, হাসপাতাল মোড়ে মেসার্স আনোয়ারা ফার্মেসি তিন হাজার, কোহিনুর ফার্মেসি পাঁচ হাজার, অথৈ ফার্মেসি তিন হাজার, মন্ডল ফার্মেসিকে দুই হাজার জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে