তিন জেলায় নবজাতকসহ আরও তিন মরদেহ উদ্ধার
মাধবপুরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রবাসী খুন
প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
হবিগঞ্জের মাধবপুরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রবাসী খুন হওয়ার অভিযোগ উঠেছে। এদিকে, চট্টগ্রামে ময়লার ভাগাড় থেকে নবজাতকের, টাঙ্গাইলে বাল্কহেডের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ দুই যাত্রীর একজনের ও বাগেরহাটের ফকিরহাটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বু্যরো প্রধান, আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো বিস্তারিত খবর-
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে প্রকিপক্ষের ছুরিকাঘাতে কাতার প্রবাসী ফারুক মিয়া (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে তার ভাতিজা রবি মিয়া গুরুতর আহত হন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার বহরা ইউনিয়নের দলগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার বহরা ইউনিয়নের দলগাও গ্রামের আব্দুল মালেকের ছেলে। গুরুত্বর আহত রবি মিয়া ওই গ্রামের আনোয়ার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের খালাতো ভাই আনোয়ার আলী জানান, ফারুক ও একই গ্রামের হামিদ মিয়া গংদের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। ফারুক জমিতে লাগানো গাছ কাটতে গেলে হামিদ মিয়া গংরা বাধা দেয়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় মুরুব্বিরা বিষয়টি মিমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে সোমবার সন্ধ্যায় সালিশ বৈঠকে বসেন। এক পর্যায়ে উভয় পক্ষের তর্ক বিতর্ক শুরু হয়। এ সময় প্রতিপক্ষরা ফারুক ও তার খালাতো ভাইয়ের ছেলে রবিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আনলে চিকিৎসক ফারুক মিয়াকে মৃত ঘোষণা করেন।
থানার ওসি আব্দুলস্নাহ আল মামুন জানান- খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পাঁচলাইশ আবাসিকের ১১ নম্বর রোডের ময়লার ভাগাড় থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে ময়লা ফেলতে গিয়ে স্থানীয়রা মৃত কন্যাশিশুর মরদেহটি ভাগাড়ে দেখতে পান। খবর পেয়ে পুলিশ আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি উদ্ধার করে।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিউ ধলেশ্বরী নদীতে পড়ে খেয়া নৌকার দুই যাত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বাল্কহেডের চালক ও হেলপারকে আটক করেছে নৌ পুলিশ। ে উপজেলার জোকারচর নামক স্থানে ওই ঘটনা ঘটে। নিখোঁজ ওই দুই যাত্রী হচ্ছেন- কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তার হোসেন এবং টাঙ্গাইল সদর উপজেলার মালঞ্চ গ্রামের বাবু মিয়া। এদিন সন্ধ্যায় তাদের ম?ধ্যে বাবু মিয়ার (৩৫) মর?দেহ উদ্ধার ক?রে?ছে ফায়ার সা?র্ভিস।
টাঙ্গাইল ফায়ার সা?র্ভিসের সহকারী প?রিচালক শ?ফিকুল ইসলাম ভূঁইয়া জানান, নদীতে নিখোঁজ?দের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কার্যক্রম শুরু করে। পরে তারা একজনের মর?দেহ উদ্ধার করেছে।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে শেখ মেহেদী হাসান (১২) হাসান নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে। নিহত মেহেদী হাসান উপজেলার পিলজংগ ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের শেখ সাইদুল ইসলামের ছেলে ও পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক অনুপ কুমার রায় জানান, মঙ্গলবার সকালে মেহেদী হাসান কবুতরের খাবার দিয়ে ঘরে আসার সময় পড়ে যায়। এ সময় তার চাচা শেখ জাহিদুল ইসলাম তাকে স্কুলে যাওয়ার জন্য বকাবকি করেন। সে নিজ ঘরে চলে যায়। দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন চাচা জাহিদুল। এ সময় তিনি মেহেদী হাসানকে ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করে।
থানার ওসি আশরাফুল আলম বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃতু্যর সঠিক কারণ জানা যাবে।