রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

নিখোঁজের জিডি করে ফেরার পথে দেখেন সন্তানের গলা কাটা মরদেহ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নিখোঁজের জিডি করে ফেরার পথে দেখেন সন্তানের গলা কাটা মরদেহ

ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করতে যান বাবা রফিকুল ইসলাম। ফেরার পথে দেখতে পান ছেলে মোক্তারুল ইসলাম ভোদলের (২৬) গলা কাটা ক্ষতবিক্ষত মরদেহ। ঘটনাঠি গত সোমবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর পলস্নী বিদু্যৎ সংলগ্ন অভিরাম নুরপুর গ্রামে ঘটে। তবে সেখানে নিহতের মোটর সাইকেল পাওয়া যায়নি। এটি ছিনতাইয়ের জন্য হত্যা না অন্য কোন কারণ তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার ৩নং পায়রাবন্দ ইউনিয়নের অভিরামপুর নুরপুর গ্রামের ভ্যানচালক রফিকুলের ছেলে ভোদল সোমবার সন্ধ্যায় বলদিপুকুর বাসস্ট্যান্ডে তার সহপাঠীদের যাওয়ার কথা বলে তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে বাসা থেকে বের হন। পরে তার পরিবারের লোকজন একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে খোঁজাখুঁজি শুরু করে। এ ঘটনায় বাবা রফিকুল মিঠাপুকুর থানায় একটি নিখোঁজ জিডি করেন। জিডি শেষে ফেরার পথে রাস্তার পাশে ভোদলের লাশ দেখতে পান।

মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ যায়যায়দিনকে জানান, মধ্যরাতে মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মিঠাপুকুর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার এবং হত্যার কারণ সম্পর্কে অনুসন্ধান চলছে। এদিকে মিঠাপুকুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় একের পর এক নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে