সুন্দরগঞ্জে ত্রাণের চাল বিতরণ না করায় চেয়ারম্যানকে শোকজ

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত করে রাখার অভিযোগে ইউপি চেয়ারম্যান মো. মঞ্জু মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করেছেন। চেয়ারম্যান ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। নোটিশে বলা হয়, গত ১৬ জুলাই সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ত্রাণ শাখা থেকে কাপাসিয়া ইউনিয়ন পরিষদের বন্যার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য ৩ মে. টন চাল ইউপি চেয়ারম্যান মো. মঞ্জু মিয়ার অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। সেই চাল উত্তোলন করে বন্যার্ত মানুষের মধ্যে বিতরণ না করে তার নিজস্ব গুদাম ঘরে গুদামজাত করেছেন, যা আইন পরিপন্থি। \হনোটিশে আরও বলা হয়, বন্যার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত জিআর চাল যথাসময়ে বিতরণ না করার কারণে কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ আগামী ৩ কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাখিল করার জন্য বলা হয়েছে।