রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

জাবির আবাসিক হলে হেরোইন সেবনরত অবস্থায় বহিরাগত আটক

জাবি প্রতিনিধি
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জাবির আবাসিক হলে হেরোইন সেবনরত অবস্থায় বহিরাগত আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ তাজউদ্দীন আহমেদ হলে হেরোইন সেবনরত অবস্থায় এক বহিরাগতকে আটক করেছে শিক্ষার্থীরা। সোমবার রাত দেড়টায় শহীদ তাজউদ্দীন আহমেদ হলের আটতলার বি বস্নকের সিঁড়ির পাশে মাদক সেবন করা অবস্থায় তাকে আটক করা হয়।

আটক মো. সামি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজী নগর ইউনিয়নের খোরশেদ আলম মন্ডলের ছেলে। সামি রসায়ন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী সাব্বিরের ভাই।

সামির স্বীকারোক্তি অনুযায়ী সে জাবিতে ঘুরতে এসেছিল। সে অনেকদিন থেকেই নেশার সঙ্গে জড়িত। এ কারণে তার বাবা তাকে অনেকদিন রিহাবে রেখেছিল কিন্তু সে কোনোভাবে ওখান থেকে বের হয়ে আসতে পারছে না।

হল প্রভোস্ট অধ্যাপক আবদুছ ছাত্তার বলেন, 'রাতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা প্রশাসনকে জানাই এবং আটককৃত ব্যক্তিকে নিরাপত্তা শাখায় হস্তান্তর করা হয়।' বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এদিকে আটককৃত ব্যক্তি যার আশ্রয়ে ছিল তাকে একদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে