রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সড়কে শৃঙ্খলা ফেরাতে সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের অভিযান

চট্টগ্রাম বু্যরো
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সড়কে শৃঙ্খলা ফেরাতে সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের অভিযান

চট্টগ্রাম নগরে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগ। এ সময় বিভিন্ন যানবাহনে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে অবৈধ, ফিটনেসবিহীন, রোড পারমিটবিহীন ও কাগজপত্রবিহীন এবং চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ যানবাহন চলাচল করার অপরাধে ১৭টি গাড়িকে আটক করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়। এছাড়া ৫টি গাড়ির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম নগরের অলংকার মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়। সিএমপি'র ট্রাফিক-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মেদ পেয়ারের ও এসি-ট্রাফিক ফাউজুল কবীর মঈনের নেতৃত্বে এই অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

সিএমপি'র ট্রাফিক-পশ্চিম বিভাগ সূত্রে জানা যায়, রোড পারমিটবিহীন, কাগজপত্রবিহীন ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ যানবাহন চলাচল করার অপরাধে একটি বাস, দুটি ট্রাক, একটি হিউম্যান হলার, দুটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি অটো টেম্পো, একটি মোটর সাইকেল এবং ৮টি ব্যাটারিচালিত রিকশা আটক করে ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হয়। এছাড়া দুটি বাস, একটি ম্যাক্সিমা অটোটেম্পো, একটি হিউম্যান হলার এবং একটি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা রুজু হয়।

সিএমপি'র ট্রাফিক-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মেদ পেয়ার বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক আহম্মেদের (অতিরিক্ত ডিআইজি) নির্দেশনায় এই অভিযান চালানো হয়। নগরের প্রধান প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও টমটম চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত ৯ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

অভিযানে অংশ নেন সিএমপি'র ট্রাফিক-পশ্চিম বিভাগের টিআই (পাহাড়তলী) অমলেন্দু বিকাশ চন্দ, টিআই (হালিশহর) সুভাষ চন্দ্র দে, টিআই (ডবলমুরিং) রেজাউল করিম খান, টিআই (সিটি গেইট) মনিরুল ইসলাম, টিআই (আকবরশাহ্‌) মো. মনিরুজামান ভূঁইয়া, সার্জেন্ট কবির হোসেন, সার্জেন্ট সুখেন চন্দ্র দে, সার্জেন্ট রিয়াজ উদ্দিন ভূঁইয়া, সার্জেন্ট (শিক্ষা.) আলাউদ্দিন, কামাল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে