শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

মেঘনার ভাঙন এলাকা পরিদর্শনে পাউবো ও বিএডিসির কর্মকর্তারা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মেঘনার ভাঙন এলাকা পরিদর্শনে পাউবো ও বিএডিসির কর্মকর্তারা

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসি'র ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার সকালে ঢাকার কেন্দ্রীয় অঞ্চলের পানি উন্নয়র বোর্ডের প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, বিএডিসির প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামান পরিদর্শন করেছেন।

এর আগে রোববার রাত তিনটায় হঠাৎ করে বাগানবাড়ীর নদীর পাড় এলাকার একটি রাস্তাসহ ১৬০ মিটার এলাকা ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে বিএডিসির দুটি সার গুদাম ও যমুনা অয়েল কোম্পানির তেল ডিপো ভাঙনের হুমকির মুখে পড়ে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেদোয়ান আহমেদ রাফি, ভৈরব সেনাক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম, বিএডিসি ভৈরব সার গুদামের সহকারী পরিচালক শিপন সাহা, যমুনা ডিপোর সহকারী ব্যবস্থাপক মতিউর রহমান।

এ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম মঙ্গলবার দুপুরে ভাঙন এলাকাটি পরিদর্শন করেন।

পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চল ঢাকার প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, 'মেঘনা নদীর ঘূর্ণিপাক ও স্রোতধারার গতিবেগে ভাঙনের সৃষ্টি হয়েছে ১৬০ মিটার এলাকা। ভাঙনের গভীরতা ৫-৭ মিটার। ভাঙনরোধে আপাতত ২৫ হাজার জিও ব্যাগ লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে