শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

১১ সেপ্টেম্বর হাবিপ্রবিতে পালিত হবে না বিশ্ববিদ্যালয় দিবস

হাবিপ্রবি প্রতিনিধি
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
১১ সেপ্টেম্বর হাবিপ্রবিতে পালিত হবে না বিশ্ববিদ্যালয় দিবস

এ বছর ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হচ্ছে না হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ে 'বিশ্ববিদ্যালয় দিবস' পুনঃনির্ধারণের লক্ষ্যে জরুরি বিবেচনায় আগামীকাল (আজ বুধবার) ১১ তারিখ 'বিশ্ববিদ্যালয় দিবস' উপলক্ষে ক্লাস ছুটিসহ বিবিধ কার্যক্রম স্থগিত করা হলো। এ তারিখে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

এ বিষয়ে অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির জানান, ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে প্রজ্ঞাপন জারির তারিখ ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পাস হয়। পরবর্তী সময়ে আওয়ামী সরকার ক্ষমতায় আসলে ২০০৯ সালের ১৭তম রিজেন্ট বোর্ডে বিশ্ববিদ্যালয় দিবস পরিবর্তন করে ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ ১১ সেপ্টেম্বর করা হয়। প্রায় সব বিশ্ববিদ্যালয়েই প্রজ্ঞাপন জারির তারিখ অথবা ক্লাস শুরুর তারিখ বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়। আমাদের প্রকৃত বিশ্ববিদ্যালয় দিবস ৮ এপ্রিল। আমরা প্রকৃত দিনই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করতে চাই।

তিনি আরও বলেন, 'গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় দিবস নিয়ে একটি কমিটি গঠন করা হয়। আজ (মঙ্গলবার) সেই কমিটি আমাদের কাছে রিপোর্ট পেশ করেছে। রিপোর্টে তারা ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করার সুপারিশ করেছেন। আগামী একাডেমিক কাউন্সিল ও রিজেন্ট বোর্ড সভায় তা পাস করা হবে। আমরা আগামী ৮ এপ্রিল ধুমধাম করে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করব।'

উলেস্নখ্য, উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরুর আগে এটি ১৯৭৬ সালে অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন ট্রেনিং ইনিস্টিটিউট (এইটিআই) হিসেবে কৃষিতে ডিপেস্নামা ডিগ্রি প্রদান করত। পরে ১৯৮৮ সালের ১১ নভেম্বর ইনস্টিউটকে স্নাতক পর্যায়ে কৃষি কলেজে উন্নীত হয়। এটি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের অধিভুক্ত ছিল।

১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে