নীলফামারীর তরুণীবাড়ী মাঝাপাড়া গ্রামকে স্মার্ট ইকো ভিলেজ ঘোষণা
প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরুণীবাড়ী মাঝাপাড়া গ্রামটিকে স্মার্ট ইকো ভিলেজ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে পলাশবাড়ী ইউনিয়নের তরুণীবাড়ী মাঝাপাড়া শিখন শিকড় কেন্দ্র চত্বরে স্মার্ট ইকো ভিলেজ কমিটির সভাপতি পরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রফুলস্ন রায়, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল, ভিলেজ কমিটির সদস্য বাবু রঞ্জিত রায় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষার্থী অনিমা রানী রায়। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা স্মার্ট ইকো ভিলেজের কয়েকটি পরিবার পরিদর্শন করেন। গ্রামটিতে ৫৫৫টি পরিবার রয়েছে।