শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রূপগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রূপগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ মিঠাবো গ্রামের বাসিন্দা ও ধনিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র তাওহিদুল ইসলাম জিসান (২১) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে জিসানের পিতা আলমগীর হোসেন মোলস্না এ সংবাদ সম্মেলন করেন। এ সময় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ও দপ্তর সম্পাদক আমির হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জিসানের পিতা আলমগীর হোসেন মোলস্না বলেন, 'গত ৩০ জুলাই জিসানকে হত্যা করা হলেও আজও মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়নি। মামলা তুলে নেওয়ার জন্য আসামি ও তাদের সমর্থিত সন্ত্রাসীরা ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করছে। আমাদের আত্মীয়-স্বজনসহ পরিবারের সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করে আসছে। মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।'

উলেস্নখ্য গত ৩০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে তাওহিদুল ইসলাম জিসানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে