ভারতীয় সীমান্তে স্বর্ণা দাস ও শ্রী জয়ন্তকে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন দাবিতে আরও ৮ জেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
রাবি প্রতিনিধি জানান, ভারতীয় সীমান্তে স্বর্ণা দাস ও শ্রী জয়ন্তকে বিএসএফের গুলিতে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবন থেকে মিছিল নিয়ে সিনেটসংলগ্ন প্যারিস রোডে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, 'ভারত বর্ডারে হত্যাকান্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় দাঁড়িয়েছে। আবার যদি দাঁড়াতে হয় সারাদেশের শিক্ষক সমাজ, শিক্ষার্থী সমাজ আবার রুখে দাঁড়াবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল বলেন, 'বিএসএফ কর্তৃক সীমান্তে স্বর্ণা, জয়েন্ত খুন এবং ভারতীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিং কর্তৃক বাংলাদেশকে জঘন্য ও বেআইনি হুমকি প্রদানের বিরুদ্ধে এখানে রাষ্ট্রনীতি বিজ্ঞানীদের পক্ষ থেকে আমরা তীব্র ও নিন্দা জানাচ্ছি।' মানববন্ধনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগের শিক্ষকসহ চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর সদর উপজেলার সিএন্ডবি ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, ভূমিদসু্য আজম, আলম ও আবু অবৈধভাবে বালু উত্তোলন করছে। বালু উত্তোলন করায় দেখা দিয়েছে নদীভাঙন। ভাঙনে ইতোমধ্যেই বেশ কিছু বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রম্নত তাদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুরে দখল হওয়া পুনরুদ্ধার করে খননের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলার গজারিয়া গ্রামের মাঠে এ কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর বেগমপুরের কৃষক, মৎস্যজীবী ও এলাকাবাসী।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেন, সাজেদুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুল মালেক, লাল পমাহাম্মদসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গ্রামের মাঠের পদ্মবিল খালটি দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল দখল করে আছে। দখলের কারণে খালের পানি প্রবাহ বন্ধ থাকায় ফসল আবাদে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই দ্রম্নত দখল হওয়া খাল উদ্ধার করে পুনরায় খননের দাবি জানান।
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের মধুপুরে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকসহ ১২ জনের নামে মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে গারো কোচ সম্প্রদায়ের লোকেরা। মঙ্গলবার দুপুরে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, সার্বিক মানব উন্নয়ন সংগঠন, আচিক মিচিক সোসাইটি, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একাংশ, কোচ আদিবাসী সংগঠন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের একাংশ ও গারো স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের মাধ্যমে টাঙ্গাইল জেলা প্রসাশক রবাবর স্মারক প্রদান করা হয়। মধুপুরের বিভিন্ন গ্রাম থেকে কয়েকশত গারো কোচ নারী পুরুষ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে এ স্মারক লিপি প্রদান করে।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, যুবদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল এবং গণসমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। মঙ্গলবার উপজেলার সব ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বাসস্ট্যান্ড হয়ে নাগেশ্বরী এসে মুক্তমঞ্চে গণসমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি নুরন্নবী দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা। আরও বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম কিরণ, পৌর বিএনপির সম্পাদক আজিজুল হক প্রমুখ।
রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার রূপসার নৈহাটি মাধ?্যমিক বিদ?্যালয়ের শিক্ষার্থী চৈতীকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে দাবি করে আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিদ?্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
মঙ্গবার উক্ত বিদ?্যালয়ের সামনে রূপসা-বাগেরহাট পুরাতন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীর মৃতু্যর জন্য দায়ী শিক্ষক মাহাবুবুর রহমান, তার স্ত্রী সোনিয়া সুলতানা ও শিক্ষিকা কাকলি গাইনসহ দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে।
এ সময় উপস্থিত ছিলেন নিহত ফাইরুজ মাহমুদ চৈতীর বাবা ফিরোজ পাশা, মা নুর নাহার শেখ, ইউপি সদস্য রেশমা আক্তার, আশরাফ আলী রাজ, হুমায়ূন কবীর রাজা প্রমুখ।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শেরপুরে তিন ভাই ফিলিং স্টেশনের মালিক সোবাহান আলী গংদের বিরুদ্ধে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এদিকে জমিসহ ফিলিং স্টেশনটি বিক্রির খবর পেয়ে রোববার সকাল থেকেই সেখানে পাওনাদারসহ তাদের লোকজন জড়ো হতে থাকেন। একপর্যায়ে ফিলিং স্টেশনটি দখলে নিয়ে টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচি থেকে দ্রম্নত টাকা পরিশোধে আল্টিমেটাম দেওয়া হয়।
শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, 'টাকা ফেরত পেতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বলে শুনেছি।
সুজানগর (পাবনা) প্রতিনিধি জানান, সুজানগরের শোলাকুড়া গ্রামে তিন নারীকে পিটিয়ে আহত করা ও চাঁদাবাজির শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার হাটখালী ইউনিয়নের সাগতা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, আবু হানিফ, রবিউল মোলস্না, আব্দুল হালিম, আব্দুর রাজ্জাক, বাছেদ শেখ, জিয়াউর রহমান, খোকন শেখ প্রমুখ।
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে সামাজিক অবক্ষয় মাদক, চাঁদাবাজি, জুয়া ও সন্ত্রাসের প্রতিবাদে অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন পালন করেছে। মঙ্গলবার উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্র-জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ছাত্র রমিজ উদ্দিন, সাংবাদিক শরিফ আহমেদ সুমন, আব্দুল হালিম মাসুম, ঢাবির প্রাক্তন শিক্ষার্থী নাজিরুল ইসলাম মামুন, সামাজিক সংগঠন এসফার সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ রানা প্রমুখ।