সভা অনুষ্ঠিত
ম বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসানের সভাপতিত্বে সভায় ছিলেন উপজেলা সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আতিয়া খাতুন, থানার ওসি মাহাবুব রহমান, প্রেস ক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা। অন্যদের মধ্যে ছিলেন ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার আইনশৃঙ্খলার কমিটির সদস্যরা।
আলোচনা সভা
ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে যুবসমাজ এবং স্থানীয় প্রশাসনের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইয়ুথ ফোরাম ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়রের (ডরপ) যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস. এম ইমাম রাজী টুলু। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মনজুর-এ-এলাহীর সভাপতিত্বে ও ডরপের প্রোগ্রাম কো-অডিনেটর রুবিনা ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার।
মতবিনিময় সভা
ম মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মুরাদনগর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে মুরাদনগর উপজেলা নজরুল মিলনায়তন হলরুমে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির উপজেলা বিএনপি সদস্য-সচিব মোলস্না মজিবুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, মো. শাহ আলম চেয়ারম্যান, মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহম্মেদ বাবু, উপজেলা যুবদলের সদস্য-সচিব সৈয়দ হাছান আহম্মেদ প্রমুখ।
মতবিনিময় সভা
ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় দেশের চলমান পরিস্থিতিকে বিবেচনা করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ডিমলা ব্যবসায়ী ইউনিট শাখার ডাকে ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। রোববার রাতে উপজেলা সদরের টিএন্ডটি রোডের টিভিএস শোরুমে সভায় টিভিএস শোরুমের ব্যবস্থাপনা পরিচালক আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাও. আব্দুস ছাত্তার, ডিমলা থানা আমীর মাও. মজিবুর রহমান, ডিমলা ইউনিয়ন আমীর মাও. নুর মোবাশ্বির, ডিমলা ইউনিয়ন শাখার সেক্রেটারি মাও. মো. আশরাফুল ইসলাম।
গণহত্যা দিবস পালিত
ম লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
পাহাড়ের আলোচিত কয়েকটি গণহত্যার মধ্যে অন্যতম দুর্বিষহ ঘটনা ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ড। এ দিবসটি মূলত পাকুয়াখালী গণহত্যা দিবস বা পাকুয়াখালী ট্রাজেডি নামে পালন করে থাকেন পার্বত্যবাসী। সোমবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গণহত্যার শিকার কাঠুরিয়াদের স্মরণে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ 'পিসিসিপি' লংগদু উপজেলা শাখার উদ্যোগে শোকর্ যালি, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখার সভাপতি সুমন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম।
বিতর্ক প্রতিযোগিতা
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলে বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয়ের হলরুমে বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় রাষ্ট্র সংস্কারে প্রশাসন নয় জনগণই মুখ্য ভূমিকা পালন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় বিপক্ষ দলের দলনেতা নাশিদ আল ফুয়াদ। গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক শিব্বির আহেম্মেদের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাজারুল ইসলাম। এছাড়াও বিচারকের দায়িত্ব পালন করেন উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আজিজুল হক, নাজমা বেগম ও শহিদুর রহমান।
স্মরণ সভা
ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উন্নয়ন সংস্থার আয়োজনে উন্নয়ন সংস্থার সদস্য সাংবাদিক এসএম আবুল বাশারের মৃতু্যতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে মধুখালী রেলগেটস্থ মধুখালী উন্নয়ন সংস্থার অস্থায়ী কার্যালয়ে সংস্থার সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা গোলাম ফারুকের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন মধুখালী উন্নয়ন সংস্থার জহুরুল হক, সৈয়দ এটিএম মাসউদ, অ্যাড. গোলাম মনসুর নান্নু, মির্জা আক্তারুজ্জামান খোকন, মো. কামরুজ্জামান হিম, আলমগীর হোসেন মিয়া, কায়েমুজ্জামান এবং পরিবারের পক্ষে মা রিজিয়ার বেগম।
বৃক্ষমেলার উদ্বোধন
ম মেহেরপুর প্রতিনিধি
'বৃক্ষ দিয়ে সাজাই দেশ', 'সমৃদ্ধ করি বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সমনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করেছেন মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটির্ যালি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান। বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ (কুষ্টিয়া) কাশ্যপী বিকাশ চন্দ্র, মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুলস্নাহ আল আমিন ধুমকেতু।
সমাবেশ অনুষ্ঠিত
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ আদালতে সরকারি জিপি, পিপি, এপিপি, এজিপি নিয়োগে আওয়ামী দোসরদের নিয়োগের পাঁয়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা আইনজীবী ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি অ্যাডভোটে দবির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমান, যুগ্ম আহ্বায়ক এস এম রিয়াজুল ইসলাম, মাকসুদ আহমেদ রাজীবসহ অন্যান্যরা।
মতবিনিময় সভা
ম আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি প্রেস ক্লাব হলরুমে আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড অফিসের নাজির কাম হিসাব সহকারী শাহিন আলম ও ভিপি সহকারী মোস্তাফিজুর রহমান। সাংবাদিকের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়।
সার প্রদান
ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনীতে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে এ কর্মসূচির উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা। এ ছাড়াও ছিলেন অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা।
শোভাযাত্রা অনুষ্ঠিত
ম রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
গাউছিয়া সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা ও পোমরা ইউনিয়ন শাখার যৌথ উদ্যেগে পবিত্র জশনে জুলুস-এ ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস (শোভাযাত্রা) অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জুলুসে নেতৃত্ব দেন ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশিন ও আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব আলস্নামা সৈয়দ মছিহুদ্দৌলা (ম.জি.আ.)। এতে সভাপতিত্ব করেন পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া যুব সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান আলস্নামা সৈয়দ তাওছিফুল হুদা (ম.জি.আ.)। বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী, জুলুছ পরিচালনা পরিষদের আহ্বায়ক দিদারুল আলম প্রমুখ।
বীজ বিতরণ
ম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিখ-২/ মৌসুমে মাসকালাই, গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উপকরণ হিসেবে (বীজ ও সার) বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা চত্বরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এ সময় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীসহ আরও অনেকেই।
কমিটি গঠন
ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
বাংলাদেশ গণঅধিকার পরিষদের (জিওপি) কুমিলস্না জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্যাডে উপজেলা সভাপতি মিজানুর রহমান মানিক এবং সদস্য সচিব মো. ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পঁচিশ সদস্যবিশিষ্ট চিওড়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে কাজী মো. হাসান এবং মো. ইসমাইল হোসেনকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো- যুগ্ম আহ্বায়ক আসফাকুর রহমান, শাহাবুদ্দিন, কামাল মিয়া ও জাকারিয়া রবিন।
মতবিনিময় সভা
ম স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে মতবিনিময় সভার শুরুতেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের পরিচয় শেষে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ে অংশ নেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার রেজাউল করিম লিটন, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা এফ এ আলমগীর, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহরাব্বীন সানভি, ৭১ টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন।
কমিটি গঠন
ম পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ কারিগরি বিএমটি কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে পঞ্চগড় বিসিক নগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. দেলদার রহমান দিলু সভাপতি ও নেত্রকোনার নন্দিপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ঢাকার শ্যামলীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ কারিগরি বিএমটি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন ও মতবিনিময় সভায় কারিগরি শিক্ষা বোর্ডের আটটি কমিটি বিলুপ্ত করে এই কমিটি গঠন করা হয়।
ইউএনওর যোগদান
ম শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান কর্মস্থলে যোগ দিয়েছেন। সোমবার নিজ দপ্তরে যোগদান শেষে সকাল ১০টায় তিনি উপজেলার সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। কাজী নাজিব হাসান শার্শা উপজেলা ইউএনও হিসেবে যোগদানের আগে মেহেরপুর সদর উপজেলায় ইউএনও হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
ওসির যোগদান
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ শিবিরুল ইসলাম যোগদান করেছেন। ২০০৩ সালে তিনি সাব-ইন্সপেক্টর পদে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। মোহাম্মদ শিবিরুল ইসলাম সাবেক ওসি মো. শাহীনুজ্জামান খানের স্থলাভিষিক্ত হয়ে রোববার বিকালে গফরগাঁও থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি সিলেটের মৌলভীবাজার ও নরসিংদী জেলায় পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম মুন্সীগঞ্জ জেলার কৃতী সন্তান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
দোয়া মাহফিল
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার সাবাইহাটে সভায় তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী হুদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এমএ মতীন। তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল ও মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল হক বাদলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মান্দা উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো. শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)।
সভা অনুষ্ঠিত
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নে আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগে দুর্যোগ বিষয়ক কনসাল্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান নরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছিলেন সুশীলনের ডি আর আর ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর সুখদেব সরদার, উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক ফারুক আহমদ, রত্নাপালং ইউনিয়ন দুর্যোগ কমিটির সদস্য যথাক্রমে সংরক্ষিত মহিলা সদস্য আনজুমান ইয়াসমিন চৌধুরী ও রাজিয়া বেগম ও প্যানেল চেয়ারম্যান মুক্তার আহমদ।
ফুলেল সংবর্ধনা
ম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন বহরে গুলি করে হত্যা চেষ্টার ফরমায়েশি মামলায় মোট ৪৭ নেতাকর্মীদের মধ্যে ৩০ জনকে জামিনের আদেশ দেন আদালতের বিচারক এএসএম আব্দুল মবিন ও বিচারক মো. মাহমুদ হাসান তালুকদারের যৌথ বেঞ্চ। জামিনে মুক্তি পাওয়া এসব নেতা কর্মীদের ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করে নিচ্ছেন পাবনা জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের সঞ্চালনায় অন্যানের মধ্যে ছিলেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, ঈশ্বরদী পৌর বিএনপি আহ্বায়ক এস এম ফজলুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব বিষ্টু সরকার।
সভা অনুষ্ঠিত
ম কুষ্টিয়া প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্ব্বয়কদের সঙ্গে কুষ্টিয়া জেলা প্রশাসন ও শহীদ পরিবারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন কার্যালয়ের জেলা সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম, ওয়াহিদ উজ্জামান, আকরাম হোসাইন রাজ।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা বিসিক কার্যালয়ের আয়োজনে শুরু হয়েছে 'বিসিক শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স, ১ম ব্যাচ'র প্রশিক্ষণ। রোববার সকাল থেকে শুরু হওয়া বিসিক ২০২৪-২৫ অর্থবছরের ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন যুগ্ম সচিব ও বিসিকের রাজশাহী আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার। বিসিক ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের যৌথ উপ-ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলর মোরশেদুল ইসলাম, এ ছাড়া কোর্স সমন্বয়কারী সম্প্রসারণ কর্মকর্তা আরমান আলী ও শিল্পনগরী কর্মকর্তা মাশরুর হাসান।
দোয়া মাহফিল
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও নিহতের স্মরণে এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জানকিপুর ইসলামিয়া আলিম মাদরাসার উদ্যোগে মাদরাসা মিলনায়তনে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমতাজুর রহমান মমতাজ। সিনিয়র সহকারী শিক্ষক আবিরুজ্জামানের সঞ্চালনায় এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মওলানা মো. শাহজাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাট্টাজোড় কেআরআই কামিল মাদরাসার অধ্যক্ষ সুলতান মাহমুদ, বকশীগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, মাওলানা সাজ্জাদ হোসাইন, মকবুল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভা
ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মুক্তাগাছা শাখার উদ্যোগে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সোমবার সকালে ইসলামী ব্যাংক মুক্তাগাছা শাখার মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন ইভিপি ও ময়মনসিংহ হেড অব জোন আব্দুল কাদের সরদার। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ মুক্তাগাছা শাখার প্রধান কাজী মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জোনের এসভিপি মোহাম্মদ খলিলুর রহমান, মুক্তাগাছা আব্বছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মতিউর রহমান।
বিদায়ী সংবর্ধনা
ম বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবো উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিম উর রউফ খানের পদোন্নতি হওয়ায় সংবর্ধনা দিয়েছে বেলাবো উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। উপসহকারী কর্মকর্তা মানিক সাহার সঞ্চালনায় এ সময় ছিলেন কৃষিবিদ নুর নবী দেওয়ান, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষিবিদ মোহাম্মদ মাহাবুব আলম লেলিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাধন চন্দ্র সরদার, ডিপেস্নামা কৃষিবিদ সালাহ্উদ্দিন ভুইয়া, ডিপেস্নামা কৃষিবিদ সুমন মিয়া।
ফ্রি মেডিকেল ক্যাম্প
ম এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে আলহাজ সিদ্দিকী উচ্চ বিদ্যালয় খাজা ইউনুস আলী কমপেস্নক্স ও ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেনের ১২তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ, বিনামূল্যে বস্নাড গ্রম্নপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
চাষিদের প্রশিক্ষণ
ম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পাট ও পাটবীজ উৎপাদন কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার সদরপুর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মতিয়ার রহমানের সঞ্চালনে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিম (অ. দা.) সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অতিরিক্ত উপ-পরিচালক মো. রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার নিটুল রায় এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমিন।
পোনামাছ অবমুক্ত
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২৪টি জলাশয়ে ৪৪৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন শ্যামনগর ইউএনও ডা. সঞ্জীব দাশ। এ সময় ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুলস্নাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম।