আশাশুনিতে স্কুলের অধ্যক্ষকে বহাল রাখতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনির বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মু. বাবলুর রহমানকে স্বপদে বহাল রেখে মহামান্য হাইকোর্ট রুল অ্যান্ড স্টে অর্ডার জারি করেছেন। ফলে ইতোপূর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব হস্তান্তরের আদেশ বাতিল হয়ে গেল। তৎকালীন গভর্নিং বডির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি গভর্নিং বডি, শিক্ষকমন্ডলী, অভিভাবকদের নিয়ে প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন। তার নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করা হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল, খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ স্বাক্ষরিত গত ২৭ আগস্টের এক পত্রে তাকে ৫ সেপ্টম্বরের মধ্যে বিধিমোতাবেক অধ্যক্ষের দায়িত্ব হন্তান্তরপূর্বক তাকে (পরিচালক) অবহিত করতে বলা হয়। উক্ত আদেশের বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করলে মহামান্য হাইকোর্ট ৫ সেপ্টম্বর শুনানি শেষে উক্ত আদেশের বিরুদ্ধে রুল অ্যান্ড স্টে অর্ডার জারি করেছেন। ফলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপদে বহাল থাকছেন। তাকে অপসারণের প্রচেষ্টা এ যাত্রায় ভেস্তে গেল।