দুর্ভোগে পলস্নীর স্বাস্থ্যসেবা গ্রহীতারা
লাখাইয়ে জরাজীর্ণ ভাড়া ঘরে চলছে চিকিৎসাসেবা
প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অন্তর্ভুক্ত কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে পার্শ্ববর্তী একটি জরাজীর্ণ ভাড়া করা বাড়িতে। এতে করে প্রতিদিন জ্বর, সর্দি-কাশির মতো রোগীসহ গর্ভকালীন যত্ন এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিতে আসা পলস্নীর স্বাস্থ্যসেবা গ্রহীতাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। সেই সঙ্গে বিঘ্ন হচ্ছে কাঙ্ক্ষিত সেবা।
জানা যায়, উপজেলার বুলস্না ইউনিয়নের অন্তর্গত ভরপুর্নি কমিউনিটি ক্লিনিকটি ২০২৪ সালের জানুয়ারি মাসে বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ক্লিনিক ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে অন্য জায়গায় স্থানান্তরের নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তর প্রধান।
বর্তমানে পার্শ্ববর্তী ভরপুর্নি গ্রামের মাহফুজ মিয়ার বাড়ির জরাজীর্ণ একটি বসতঘরে ৫শ' টাকা মাসিক ভাড়ায় একটি কক্ষে স্বাস্থ্যসেবা পরিচালিত হচ্ছে। ফলে চিকিৎসাসেবা সংক্রান্ত প্রয়োজনীয় উপকরণের স্থান সংকুলান না হওয়ায় সেবাবঞ্চিত হচ্ছেন ওই ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসা এলাকাবাসী।
অনুসন্ধানে জানা যায়, সংকীর্ণ ভাড়া ঘরটিতে ওষুধসামগ্রীসহ প্রয়োজনীয় আসবাবপত্র রাখার জায়গা নেই। সেই সঙ্গে স্থায়ী বৈদু্যতিক সংযোগ না থাকায় পাশের বাড়ি থেকে পার্শ্বসংযোগ দিয়ে কোনো রকম চালানো হচ্ছে আপৎকালীন কাজ। ওই কেন্দ্রে দায়িত্বরত সিএসসিপি রোবিনা জানান, 'জায়গার অভাবে ও প্রয়োজনীয় আসবাবপত্র না থাকায় ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি চেয়ার টেবিলের ওপর রাখতে হচ্ছে। প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
চিকিৎসাসেবা নিতে আসা সেবাপ্রার্থীরা জানান, ছোট্ট ঘরে অসুস্থ বাচ্চাদের নিয়ে আসলে প্রচন্ড গরম ও জরাজীর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে আরও অসুস্থ হয়ে যায়।
এলাকাবাসী জানান, ভাটি এলাকার চিকিৎসাসেবা প্রার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রম্নত ভবনটি নির্মাণ করা প্রয়োজন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএসও) শামসুল আরেফিন জানান, পরিত্যক্ত আসলে ঘোষণা করা হয়নি। ঝুঁকিপূর্ণ বিধায় পাশের বাসায় চিকিৎসা কার্যক্রম চালাতে বলা হয়েছে। তবে বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে, তারা নেক্সট শিডিউলে এটা পুনর্নির্মাণ করবেন বলে জানিয়েছেন।