শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সদরপুরে বিদেশ ফেরতদের নিয়ে কর্মশালা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সদরপুরে বিদেশ ফেরতদের নিয়ে কর্মশালা

ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদে সদরপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউপি সদস্য শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক প্রশাসনিক কর্মকর্তা মশিউর রহমান, ফরিদপুর মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর খালিদ মোহাম্মদ সাইফুলস্নাহ, সেক্টর স্পেশালিস্ট সৈয়দ তানভীর ইসলাম, ফিল্ড অর্গানাইজার মামুনুর রশীদ।

এছাড়া আরও অংশগ্রহণ করেন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় পত্রিকার সাংবাদিক, বিদেশ ফেরত অভিবাসী প্রমুখ।

সংস্থাটি জানায়, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সদরপুর ইউনিয়ন পরিষদে সুজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় পরিচালিত রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ কর্মশালা হয়। কর্মশালায় বিদেশফেরত অভিবাসীরা তাদের প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং কর্মশালায় চেয়ারম্যান ব্র্যাককে বিদেশ-ফেরত অভিবাসীদের তালিকা প্রেরণে সহায়তা করবেন বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে