যৌথ অভিযানে ভোলা ও পাবনা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ভোলায় যৌথ অভিযানে দুটি ও পাবনায় ২ দিনে পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায়র্ যাব-৮ ও পুলিশের যৌথ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও ৪টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তবে এর সঙ্গে জড়িতদের আটক করা যায়নি বলে নিশ্চিত করের্ যাব-৮। সোমবার গভীররাতে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিমচরকালী গ্রামের একটি বাগান থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়। র্ যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার এএসপি জামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতের্ যাব-৮ ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। এ সময় ওই বাগান থেকে একটি বস্তায় দুটি ট্রিগারযুক্ত পাইপগান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার হয়। উদ্ধার অস্ত্র ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাবনা প্রতিনিধি জানান, পাবনায় ২ দিনে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গত রোববার ও সোমবার অভিযান চালিয়ে সদর উপজেলার আলাদা স্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, রোববার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার রাজাপুর গ্রামের ক্যালিকো মেইনগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার হয়। এ ছাড়া সোমবার ভোররাতে গোয়েন্দা পুলিশের আরেকটি দল আটঘরিয়া উপজেলার একদন্ত বাড়ইপাড়া গ্রামের মর্ডান কেজি স্কুলের পেছনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় চায়না রাইফেল সাদৃশ্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পরে একই দল পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া গ্রামের জনৈক বাদশার লিচু বাগানের মধ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরেকটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা গোয়েন্দা পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিন, এসআই মাহমুদুর রহমান ও এসআই বেনু রায়।