হবিগঞ্জে অধ্যক্ষের অব্যাহতি ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা -যাযাদি

টানা ছাত্র আন্দোলনের মুখে অব্যাহতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুর্নিমল রায়। সোমবার দুপুরে শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তিনি অব্যাহতি চেয়ে আবেদন করেন। এদিকে, সোমবার বিকালে মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। অধ্যক্ষের অব্যাহতি চেয়ে আবেদন করার খবর পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, অধ্যক্ষের অব্যাহতি বা পদত্যাগই সমাধান নয়; তদন্ত করতে হবে মেডিকেল কলেজে আরটিপিসিআর ল্যাব নষ্ট করে বাসস্থান তৈরি এবং আর্থিক অনিয়ম-দুর্নীতিরও। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার তামান্না, আকিব মাহমুদ, কাওছার আহমেদ, আবু হাসান প্রমুখ। উলেস্নখ্য, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগ ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারা বিভিন্ন সময় আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অধ্যক্ষের কক্ষসহ প্রশাসনিক এলাকায় তালা ঝুলিয়ে দেয়।