শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সড়ক দুর্ঘটনায় চার জেলায় ৫ জনের প্রাণহানি

স্বদেশ ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সড়ক দুর্ঘটনায় চার জেলায় ৫ জনের প্রাণহানি

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ছাড়াও ঝিনাইদহের কালীগঞ্জে এনজিওকর্মী, নড়াইলের কালিয়ায় ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক যুবক নিহত হন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার সকালে মহাসড়কের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা ও গোড়াই ইউনিয়নের দেওহাটা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

পুলিশ জানায়, সোমবার সকাল ৯টায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা নামক স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক বৃদ্ধ (৬৫) বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান।

এদিন বেলা পৌনে ১১টার দিকে একই মহাসড়কে গোড়াই ইউনিয়নের দেওহাটা নামক স্থানে রাস্তা পারাপারের সময় সোনামুদ্দিন (৭০) নামে আরেক বৃদ্ধ বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। সোনামুদ্দিনের বাড়ি মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোটবহুরিয়া গ্রামে।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৩০) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার শ্রীলক্ষ্ণী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবু বক্কর বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ শহরের একটি এনজিওতে কর্মরত ছিলেন।

কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়া উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় নাসিম শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার চাঁনপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নাসিম উপজেলার রঘুনাথপুর দক্ষিণ পাড়া গ্রামের শহিদুল শেখের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, আরবি পড়তে রোববার সন্ধ্যায় পার্শ্ববর্তী চাঁনপুর গ্রামের মসজিদে যান নাসিম। পড়া শেষে চাঁনপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে পৌঁছলে স্থানীয়রা শব্দ শুনে দৌড়ে গিয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন নাসিমকে। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পূর্ব পাশে অজ্ঞাত গাড়িচাপায় ২৫ বছর বয়সের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, দ্রম্নতগতির একটি গাড়ি পথচারী যুবককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃতু্য হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে