শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সোনাগাজীতে ছোট ফেনী নদীর ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীর ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন এলাকাবাসী -যাযাদি

ফেনীতে স্মরণকালের সৃষ্ট বন্যায় ফেনী-নোয়াখালীর একমাত্র স্স্নুইসগেইট মুছাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হয়ে যায়। রেগুলারটি নদীগর্ভে বিলীন হওয়ার পর থেকে ছোট ফেনী নদীর দুই পাড়ে ভয়ঙ্কর আকারে নদী ভাঙন দেখা দেয়। ভাঙন ঠেকাতে সোনাগাজীতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন এলাকাবাসী।

সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের উত্তর চরদরবেশ গ্রামের ইতালি মার্কেট সংলগ্ন তালতলি নামকস্থানে শনিবার সকালে এ বাঁধ নির্মাণ কাজ শুরু করেছেন। ছোট ফেনী নদীর একাংশে খুঁটি, জিও ব্যগ, বাঁশ ও বেড়া দিয়ে ৬০০ ফুট দৈর্ঘ্যের বাঁধ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। এলাকার প্রবাসীসহ বিভিন্নজনের কাছ থেকে অনুদান নিয়ে ইতোমধ্যে পাঁচ লক্ষাধিক টাকা খরচ করা হয়েছে। এলাকার সর্বস্তরের প্রায় তিন শতাধিক যুবক এ স্বেচ্ছাশ্রমের কাজ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে