মালয়েশিয়ায় ২০ তলা থেকে পড়ে ৩ বাংলাদেশি নিহত

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
মালয়েশিয়ায় ২০তলা থেকে পড়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারের যুবক খোকাসহ তিন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। অন্যদিকে, নওগাঁর আত্রাইয়ে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, মালয়েশিয়ায় ২০তলা ভবনের কন্ট্রাকশনের কাজ করতে গিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনয়নের নারান্দী গ্রামের হাসিম মোলস্নার ছেলে মো. খোকা (২৮) ভবন থেকে পড়ে নিহত হয়েছেন। একই সঙ্গে আরও দুই বাংলাদেশি যুবকও নিহত হয়েছেন বলে জানা গেলেও তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনা ঘটেছে গত রোববার সকালে। নিহতের পরিবারের বরাত দিয়ে এলাকাবাসী জানায়, খোকন দীর্ঘদিন ধরে মালয়েশিয়া প্রবাসে থেকে কন্ট্রাকশনের কাজ করে আসছিলেন। ঘটনার সময় তিনিসহ তার সহকর্মী আরও দুই বাংলাদেশি যুবক ২০তলা ভবনের ওপর থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে অভিবাসিদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওকাপ-আড়াইহাজার অফিসের কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিষয়টি নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের এখনো পর্যন্ত জানানো হয়নি। আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাই থানা পুলিশ আত্রাই-বান্দাইখাড়া রাস্তার শুটকিগাছা এলাকায় একটি পুকুর থেকে ভাসমান এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। অনুমান করা হচ্ছে, তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে চলে যায় হত্যাকারিরা। নিহত যুবক নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুরলক্ষ্ণীকোল গ্রামের সোনাম উলস্নাহর ছেলে জাহাঙ্গীর আলম (৫০)। পারিবারিক সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম অটোরিকশা চালাতেন। গত শনিবার রাতে একটি ভাড়া নিয়ে আত্রাইয়ের উদ্দেশে আসেন। এরপর তিনি আর বাড়ি ফিরে যাননি। পরদিন রোববার আত্রাইয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পাওয়া গেছে- এমন সংবাদে পবিারের লোকজন লাশটি শনাক্ত করেন। আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।