ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সারাদেশে সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিসহ আরও বিভিন্ন দাবি নিয়ে আট জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকার ধামরাই, বরগুনার তালতলী, নাটোরের নলডাঙ্গা, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, নোয়াখালীর হাতিয়া ও টাঙ্গাইলের ঘাটাইলে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
কুষ্টিয়া প্রতিনিধি জানান, ডিজিটাল নিরাপত্তা নামে কালো আইন বাতিল ও সারাদেশে সাংবাদিকদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করেন।
সোমবার কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপুর পরিচালনায় প্রেস ক্লাবের সভাপতি আল-মামুন সাগরসহ সাংবাদিক ইউনিয়নের নেতারা বক্তব্য রাখেন। মানববন্ধন থেকে ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন আখ্যা দিয়ে গণমাধ্যমকর্মীরা এখনই তা বাতিল ও সারাদেশে সাংবাদিকদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। না হলে সারাদেশে কঠোর কর্মসূচির ঘোষণা দেন গণমাধ্যমকর্মীরা।
জাবি প্রতিনিধি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের দলীয় ও লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ছাড়া অবিলম্বে জাকসু নির্বাচনের দাবিও জানান তারা। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আহসান লাবিবের সঞ্চালনায় এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন জাবির শিক্ষার্থীরা।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা তুলে নিতে ঢাকার ধামরাইয়ে মামলার বাদী ইটভাটার মালিক আবু রায়হান সেলিম ও মামলার সাক্ষী আনছার আলীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে ভয়ে আতঙ্কগ্রস্থ হয়ে পড়ছেন তারা। গত রোববার এর প্রতিবাদে ধামরাইয়ের পশ্চিমপাড়া জালসা বাজার এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। তারা জামিনে থাকা আসামিদের দ্রম্নত গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় আনছার আলী বলেন, 'পুলিশের কাছে সাক্ষী দেওয়ায় আসামিরা আমাকেও হত্যার হুমকি দিচ্ছেন। এখন আমি পরিবার নিয়ে আতঙ্কে আছি।' মামলার বাদী আবু রায়হান সেলিম জানান, আসামিরা জামিনে এসেই মামলা তুলে নিতে দফায় দফায় হত্যার হুমকি দিয়ে আসছে।
অভিযুক্ত নাসির উদ্দিন সখি মামলার বাদীকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ শেখ বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনগণ। সোমবার উপজেলা শহরের সদর রোডে এ কর্মসূচি পালন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সিফাত আনোয়ার তুমপা এ উপজেলায় যোগদানের পর থেকে আসার পর সর্বস্তরের জনগণের সম্মানে মানুষের সেবায় কাজ করেছেন। তাই হঠাৎ করেই তার বদলির আদেশ শুনেই ফুঁসে উঠেছে উপজেলার সর্বস্তরের মানুষ। ২৪ ঘণ্টার মধ্যে বদলির আদেশ প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেন বক্তারা।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা, ইউপি চেয়ারম্যান ফরাজী ইউনুচ, ইউপি চেয়ারম্যান ফারুক খান, জামায়েত নেতা জালাল পিয়াদা, ছাত্রদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, রাখাইন নেতা মংচিন থান, শিক্ষক জসিম উদ্দিন মিঠু প্রমুখ।
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, মাদক রুখতে ক্রীড়াঙ্গনে ফিরতে খেলার মাঠ সংস্কারের দাবিতে নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুরলক্ষ্ণীকুল উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার উপজেলার ঠাকুরলক্ষ্ণীকুল উচ্চ বিদ্যালয় চত্বরে ব্যানার নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে অষ্টম শ্রেণির সোলেয়মান আলী, দশম শ্রেণির সুমনা, ইসরাত বক্তব্য রাখে।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি ও সীমাহীন দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের একদফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ওই মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সোমবার এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
জানা যায়, মাদ্রাসার অফিস সহকারী শফিয়ার রহমান ও মাদ্রাসা সুপার সাইদুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে নিয়োগ সংক্রান্ত বিরোধ চলছিল। গত ২৯ আগস্ট মাহমুদুল হাসান নামের এক সাবেক শিক্ষার্থী প্রশংসাপত্র তুলতে গেলে তার কাছে অফিস সহকারী শফিয়ার রহমানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে মাদ্রাসার সভাপতি বরাবর দরখাস্ত লেখিয়ে নেন সুপার সাইদুর রহমান। দরখাস্ত ফেরত চেয়ে ৮ সেপ্টেম্বর সকাল থেকে মাহমুদুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় সোমবার সুপারের বিভিন্ন জাল-জালিয়াতি ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তার পদত্যাগের এক দফা দাবিতে মানববন্ধনে নামে শিক্ষার্থীরা।
ইউএনও ও মাদ্রাসার সভাপতি গোলাম ফেরদৌস জানান, মাধ্যমিক শিক্ষা অফিস থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর হাতিয়ায় নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আফাজিয়া উচ্চ বিদ্যালয়, নুরানী মাদ্রাসার শিক্ষার্থী ও উপস্থিত ছিলেন আফাজিয়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, গত ১৪ জুলাই 'আড়াই হাজার টাকার সিসিটিভি ক্যামেরা ৩২ হাজারে ক্রয়' এবং ১ সেপ্টেম্বর 'চেয়ারম্যানের দুর্নীতির দোকান' শিরোনামে সমকালে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদের জেরে দৈনিক সমকালের ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম মিয়াকে হাত-পা বেঁধে ভেঙে ফেলার হুমকি দিয়েছেন উপজেলার সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুলস্নাহ্। হুমকির প্রতিবাদ এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে সোমবার ঘাটাইল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘাটাইল প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য সাজ্জাদ রহমানের সঞ্চালনায় মানববন্ধনে সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন আজহার উদ্দিন ও সুফি সিদ্দিকী। উপস্থিত ছিলেন প্রেস ক্লাব ঘাটাইলের সভাপতি উত্তম কুমার আর্য্য, সাধারণ সম্পাদক রবিউল আলম বাদল, সহ-সভাপতি আবু মো. সোয়েব ডন ও সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান কলি প্রমুখ।