শোকসভা
\হআগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও দৈনিক গণমুক্তি পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি সুশান্ত সরকারের পিতা নিকোলাস সরকারের মৃতু্যতে আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির হলরুমে আহ্বায়ক মো. জহিরুল ইসলাম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিকোলাস সরকারের একমাত্র পুত্রবধূ শ্রাবণী গাইন। আরও বক্তব্য রাখেন পুত্র সুশান্ত সরকার, সদস্য সচিব অমিয় কর, নিরঞ্জন মন্ডল, মলয় বিশ্বাস, জগদীশ মন্ডল।
আলোচনা সভা
\হমতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন শহীদদের এবং সারা বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় নিহতদের স্মরণে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দবাজারে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। দুর্গাপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান মোলস্নার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিলস্নাল হোসেন মৃধা।
সভা অনুষ্ঠিত
\হউলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে নবাগত ওসি রকিবুল হাসানের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উলস্নাপাড়া মডেল থানার হলরুমে নবাগত ওসি রকিবুল হাসানের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গেস্নাবাল টেলিভিশনের প্রতিনিধি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, ময়নুল হোসাইন, আনন্দ টিভির প্রতিনিধি, শিশির আলম, রুবাইয়াত হাসান হিরা, আলমগীর হোসেন, মেসবাহুল হক মাসুম, রায়হান আলী, সাইফুল ইসলাম, এ ছাড়া ছিলেন সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধরসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক।
মতবিনিময় সভা
\হভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ও পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গ সংগঠনের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার মন্ডতোষ ইউনিয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। এ সময় ছিলেন ভাঙ্গুড়া উপজেলা, পৌর, মন্ডতোষ ও পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
পাঠাগার উদ্বোধন
ম বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা ওলামা বিভাগের সদস্য ও সাবেক বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কাশেম মো. জহিরের স্মরণে বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডে পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা মোকাম্মেল হোসাইন মোজাম্মেলের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মঈনুল ইসলাম, বানারীপাড়া উত্তরপাড় বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আমজাত হোসাইন, বানারীপাড়া পৌর জামায়াতে ইসলামীর আমির মো. কাওসার হোসাইন।
অ্যাওয়ার্ড অর্জন
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন গফরগাঁও হেল্পলাইন, বন্যাদুর্গত অঞ্চলে সহায়তা প্রদান ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে বিশেষ অবদান রাখায় দেশসেবা লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেছে ময়মনসিংহের গফরগাঁও হেল্পলাইন। গফরগাঁও হেল্পলাইনের পক্ষ থেকে সম্মাননা এওয়ার্ড গ্রহণ করেন সংগঠনের আহ্বায়ক আকরাম হোসাইন তাহসিন। শনিবার বিকালে এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশন ও পাবলিক স্পিকিং অফিসিয়ালের যৌথ উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ড. জামিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, যুক্তরাজ্যের জাতিসংঘ সমিতির সেক্রেটারি ড. ডেভিড চিজম্যান।
পথসভা অনুষ্ঠিত
ম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পাতাড়ি ইউনিয়নের শিমুলডাঙ্গা মোড়ে পথসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাহমুদুস সালেহীন। এ সময় ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহার মাস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, আইহাই ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মাস্টার। সব পথসভায় সভাপতিত্ব করেন পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান।
মতবিনিময় সভা
ম ঝিনাইদহ প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাসসহ অন্যরা।
উপহার সামগ্রী বিতরণ
ম বুড়িচং (কুমিলস্না) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে কুমিলস্না জেলার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যার্তদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে বুড়িচং সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মু. নুরুল ইসলাম বুলবুল। কুমিলস্না জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. দেলোয়ার হোসেন, কুমিলস্না জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন।
বৃক্ষরোপণ কর্মসূচি
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় ১৯ কুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের দাসপাড়া ডিগ্রি কলেজ মাঠে দাসপাড়া দ্বিমুখী সিনিয়র মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় ও বিষ্ণপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ কাজেম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম, অধ্যক্ষ আলহাজ মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ রাজু আহমেদ, প্রফেসর আশরাফুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক সুনিল চন্দ্র প্রামাণিক, সংগঠনের সভাপতি মাসুদ রানা (সিহাব) এবং সাধারণ সম্পাদক আ. বাশার নয়ন প্রমুখ।
সংবাদ সম্মেলন
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সরকারি কেসি কলেজে শিক্ষার মান ও কলেজ ক্যাম্পাসের অনুকূল পরিবেশ রক্ষায় সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে কেসি কলেজ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে ছিলেন ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন, কেসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শিমুল আল মাসুদ, সদস্য সচিব মেহেদি হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি এইচ এম নাঈম মাহমুদ, আব্দুর রহমান।
সভা অনুষ্ঠিত
ম তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন (উ. জেলা) বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। শনিবার সন্ধ্যায় তারাকান্দা থানা সংলগ্ন সিক্স সিজন রেস্টুরেন্টে সভায় ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক (উ. জেলা) বিএনপির সদস্য কাজি আব্দুল বাতেন, বিএনপি নেতা শামীম তালুকদার, রাসেল মন্ডল, ইবনে কাশেম মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার, ইয়াছিন আলি মেম্বার, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি প্রমুখ।
বিদায় অনুষ্ঠান
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলা উপজেল নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেনের বদলিজনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নকলা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত অফিসার্স ক্লাব সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ড. মো. ইসহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) তামান্না হোরায়রা।
সম্প্রীতি সমাবেশ
ম ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌরসভার ১নং ওয়ার্ড বটতলী বাজারে উপজেলা বিএনপির সভাপতি খালেদ মাসুদ আঞ্জুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব। গত শনিবার বিকালে প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে ও সহ-সভাপতি নিয়াজ মো. খান বিটুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোলস্না। বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু ও খ. আ. ম রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আ. ফ. ম. কাউসার এমরান, সাংবাদিক আবদুন নূর, আল-আমিন শাহীন, পীযূষ কান্তি আচার্য, ইব্রাহিম খান সাদাত, সৈয়দ মোহাম্মদ আকরাম, শিহাব উদ্দিন বিপু প্রমুখ।
মৃতু্যবার্ষিকী পালিত
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারী জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মরহুম মোস্তাফিজার রহমান দুলালের প্রথম মৃতু্যবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পরিষদ কার্যালয়ে দোয়া পরিচালনা করেন বড় মসজিদের ইমাম মোহাম্মদ আল মামুন। এসময় ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি কৃষিবিদ মাহবুবুল আলম টুলু, সহসভাপতি খয়রাত হোসেন, জাতীয় শ্রমিক পাটির সভাপতি বজলার রহমান, কুলি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহিসহ পরিষদের অন্য সদস্যরা।
সভা অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজারে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করীম ময়ুন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির প্রকৌশলী এম শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীসহ বিভিন্ন দলের নেতাকর্মীসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও নবাগত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
মানববন্ধন কর্মসূচি
ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
কুলাউড়ায় বিএসএফ কর্তৃক কিশোরীকে গুলি করে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বক্তারা দ্রম্নত ওই কিশোরী হত্যার বিচার দাবি করেন। নাহলে অনতিবিলম্বে ভারত দূতাবাস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন। এসময় বক্তব্য রাখেন ছাত্রনেতা সুমন আহমদ, জাকারিয়া ইমন, আহবাব আল হামিদী, রাজীব সূত্রধর, শাহ মিছবা, শাহান প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠিত
ম রংপুর প্রতিনিধি
রংপুরে কৃষি বিপণন আইন, বিধি এবং নীতির সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাসুদ করিম। ইউএস-এইটের সহযোগিতায় এবং কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে তাদের প্রশিক্ষণ রুমে কর্মশালা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন কৃষি বিপণন রংপুর বিভাগের উপপরিচালক (উপসচিব) আলমগীর বাদশা। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, সহকারী কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ, ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসি লিঙ্ক অ্যাগ্রিকালচারাল পলিসি অ্যাকটিভিটির সিনিয়র ম্যানেজার হাশেম আলী প্রমুখ।
আর্থিক সহায়তা
ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের ব্যবস্থাপনায় শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের অসহায় মরহুম হবিব মিয়ার স্ত্রীর চন্দনা বেগমের হাতে বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্নির্মাণ করতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ ভাই। এ সময় ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদল আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব শফিকুর রহমান সেতু, যুগ্ম আহ্বায়ক শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপন, সদস্য সচিব ফাহিন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ নাসির, হাফেজ বাবুল আহমেদ, সাইফুল ইসলাম সাইফ, আ. রউফ, শামীম আহমেদ শামীম।
সাধারণ সভা
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সীগঞ্জে লিডার্সের আয়োজনে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। শনিবার দিনব্যাপী কেএমসি সেন্টারে লিডার্সের সভাপতি মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের পরিচালনায় সভায় লিডার্সের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বিধুস্রবা মন্ডল, সাবেক প্রধান শিক্ষক সুনির্মল মন্ডল, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, শিক্ষক রণজিৎ কুমার বর্মণ, মো. নাছির উদ্দীন, লিপিকা রায়, কৌশিক রায় প্রমুখ।