লক্ষ্ণীপুরের রায়পুরে আবু নেওয়াজ টিপু (৪৩) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে দলবল নিয়ে এক বাসচালকের জমি দখলের অভিযোগ উঠেছে। ওই সময় অস্ত্র প্রদর্শন করে হামলা, ভাঙচুর ও মারধর করা হয় বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।
গত ৫ আগস্ট বিকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের শামছুল হক মাস্টারবাড়িতে এ ঘটনা ঘটে। রোববার বেলা ৩টায় এক সংবাদ সম্মেলনে ওই ঘটনা তুলে ধরেছেন ভুক্তভোগী মাসুদ পারভেজ (৫১) ও তার পরিবারের সদস্যরা।
লিখিত বক্তব্যে মাসুদ পারভেজ বলেন, সাড়ে ১২ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী চৌধুরী মিয়া ওরফে মিজানুর রহমান (৩৪) ও জাকির হোসেন (৩৫) গংদের সঙ্গে বিরোধ রয়েছে। ঘটনার সময় বিএনপি নেতা আবু নেওয়াজ টিপু, চৌধুরী মিয়া ওরফে মিজানুর রহমানসহ (৩৪) শতাধিক লোক আমাদের বসতভিটায় হামলা চালায়।
অভিযোগের বিষয়ে আবু নেওয়াজ টিপু বলেন, 'আমি কোনো হামলা বা দখলে অংশগ্রহণ করিনি। তাদের দু'পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হলে খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি।'